আজকাল ওয়েবডেস্ক:‌ আশঙ্কাকে সত্যি করে শুক্রবার সকাল থেকে ইরানের পরমাণু এবং‌ সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইজরায়েল। ইরানের রাজধানী তেহরানে তো বটেই, সংলগ্ন এলাকাতেও আকাশপথে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের সাম্প্রতিক পরিস্থিতি এবং তাদের আকাশসীমা বন্ধের কারণে বেশ কিছু বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আবার বেশ কিছু বিমানকে ফিরিয়ে আনা হয়েছে। যেমন ভোর ৫.‌৩৯ মিনিটে মুম্বই থেকে টেকঅফ করা লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান তিন ঘণ্টা আকাশে চক্কর কেটে ফের মুম্বইয়ে ফিরে আসে।


এয়ার ইন্ডিয়া জানিয়েছে বেশ কিছু বিমানকে যেমন দিল্লি বা মুম্বই বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, তেমনই বেশ কিছু বিমানকে শারজা, জেড্ডা, ভিয়েনা, ফ্রাঙ্কফুর্ট/‌মিলান দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।


বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ‘‌এই অপ্রত্যাশিত ঘটনার জন্য যাত্রীদের কাছে দুঃখিত। যাত্রীদের থাকা ও সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। বিমান বাতিলের জন্য টাকা ফেরত দেওয়া হবে। কিংবা যাত্রীরা পরবর্তী বিমানের জন্য অপেক্ষাও করতে পারেন। যত দ্রুত সম্ভব যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর জন্য বিকল্প ব্যবস্থা করা হবে।’‌


প্রসঙ্গত, আহমেদাবাদে বৃহস্পতিবারই ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। অন্তত ২৪১ জন যাত্রীর মৃত্যু ঘটেছে। এরপর শুক্রবার সকালে এই কাণ্ড। সকাল থেকে ইরানের পরমাণু এবং‌ সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইজরায়েল। ইরানের রাজধানী তেহরানে তো বটেই, সংলগ্ন এলাকাতেও আকাশপথে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। আর তারপরই বন্ধ করা হয়েছে ইরানের আকাশসীমা। এরপরই বিমান বাতিল ও কোনগুলি ঘুরপথে চলবে তার বিস্তারিত তথ্য জানাল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। 

জানা গেছে মোট ১৬ বিমানের যাত্রাপথ বদলানো হয়েছে কিংবা বিমানগুলিকে ফের ফিরিয়ে আনা হয়েছে।