আজকাল ওয়েবডেস্ক: কাকুকে ছাড়া বাঁচব না। আর তাই বিয়ের ৪৫ দিনের মাথায় স্বামীকেই খুন করল স্ত্রী। এমনই অভিযোগ উঠল বিহারের ঔরঙ্গাবাদ জেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গুঞ্জা দেবীর (২৫) সঙ্গে বিয়ে হয়েছিল প্রিয়াংশুর। কিন্তু বিয়ের আগে থেকেই নিজের কাকু বছর পঞ্চান্নর জীবন সিংয়ের (৫৫) সঙ্গে সম্পর্ক ছিল গুঞ্জার। অভিযোগ, রীতিমতো ভাড়াটে খুনি লাগিয়ে স্বামীকে খুন করে গুঞ্জা ও তার কাকু। পুলিশ ইতিমধ্যেই গুঞ্জা ও দুই ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছে। কাকা জীবন সিংয়ের খোঁজ চলছে।
পুলিশ জানিয়েছে, নিজের কাকুর সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। একপ্রকার জোর করে প্রিয়াংশুর সঙ্গে মেয়ের বিয়ে দেয় গুঞ্জার পরিবার। গুঞ্জার শ্বশুরবাড়ি ছিল নবীনগরের বারওয়ান জেলায়।
পুলিশ আরও জানিয়েছে, গত ২৫ জুন বোনকে দেখে প্রিয়াংশু ট্রেনে এসে নামে নবীনগরে। স্ত্রীকে ফোন করে জানায় কাউকে বাইক নিয়ে এসে তাঁকে নিয়ে যেতে। বাইকে বাড়ি ফেরার পথে দুই দুষ্কৃতী তাঁর উপর গুলি চালায়। হাসপাতালে মারা যায় প্রিয়াংশু। এরপর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তদের খোঁজ শুরু হতেই গুঞ্জা গ্রাম ছেড়ে পালানোর পরিকল্পনা করছিল। প্রিয়াংশুর পরিবারের সন্দেহ ছিল বৌমা এই ঘটনার সঙ্গে যুক্ত। পুলিশ ক্রমাগত গুঞ্জার কল রেকর্ডসে নজর রেখেছিল। জানা যায় নিজের কাকুর সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ রয়েছে তার। এরপরই গুঞ্জা ও দুই ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করে পুলিশ। কাকুর খোঁজ চলছে।
