আজকাল ওয়েবডেস্ক: বিজেপির অনুমানকে ভুল প্রমানিত করে ৫ রাজ্যে আপ-কংগ্রেসের আসন রফা। দিল্লি, হরিয়ানা, গুজরাট, গোয়া এবং চন্ডীগড়ে দু-দল মিলেমিশে লড়বে। এরফলে ইন্ডিয়া জোট নতুনভাবে প্রাণ ফিরে পেল বলেই মনে করছে রাজনীতিবিদরা। চলতি বছরের এপ্রিল-মে মাসেই লোকসভা ভোটের সম্ভাবনা। কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক বলেন, দিল্লিতে চারটি আসনে লড়বে আপ। বাকি তিনটি সিটে লড়বে কংগ্রেস। অন্যদিকে হরিয়ানাতে কংগ্রেস লড়বে ৯ টি আসনে। সেখানে একটি আসনে লড়বে আপ। গুজরাটে ২৪ টি আসনে লড়বে কংগ্রেস। আপ লড়বে দুটি আসনে। তবে পাঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোট করেনি আপ। সেখানে ১৩ টি আসনেই আপ একা লড়বে। এদিন ওয়াসনিক আরও বলেন, বিরোধী নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। দেশের কৃষকদের প্রতি অবিচার করা হচ্ছে। তবে ইন্ডিয়া জোট একসঙ্গে বিজেপির এই অত্যাচারের জবাব দেবে।
