আজকাল ওয়েবডেস্ক: কাশ্মীর ও পাকিস্তান সীমান্তবর্তী রাজ্যগুলি থেকে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানার মোট ৪৭৬ জন ছাত্র ও বাসিন্দাকে নিরাপদে স্থানান্তরিত করা হয়েছে।
অন্ধ্র প্রদেশ ভবনের বিবৃতি অনুযায়ী, ৩৫০ জন ছাত্র দিল্লি পৌঁছেছেন, যাদের মধ্যে ১০০ জন রবিবার কাশ্মীর ও সংলগ্ন অঞ্চল থেকে এসেছেন। তাদের মধ্যে ৯০ জন ইতিমধ্যেই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বাকি ২৬০ জন দিল্লিতে অন্ধ্র ভবনের তত্ত্বাবধানে রয়েছেন।
তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২৬ জন তেলেঙ্গানার বাসিন্দা তেলেঙ্গানা ভবনে পৌঁছেছেন, যাদের মধ্যে ৯১ জন গত মধ্যরাত থেকে এসেছেন।
উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন এনআইটি শ্রীনগর ও শের-ই-কাশ্মীর কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, জম্মু ও কাশ্মীরে কর্মরত কর্মচারী এবং পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। উভয় রাজ্যের ভবনে বিনামূল্যে খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, ১০ মে ভারত ও পাকিস্তান সবরকম সামরিক কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্তে পৌঁছেছে, ২২ এপ্রিল পর্যটকদের উপর জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। ওই হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান।
