আজকাল ওয়েবডেস্ক: বাইরে কোনও চাকচিক্য নেই। পরনে ময়লা জামাকাপড়। পাঞ্জাবির পকেটে মাত্র হাজার টাকা। তা দিয়েই বৃদ্ধা স্ত্রীকে উপহার কিনে দিতে চান ৯৩ বছরের বৃদ্ধ। সহধর্মিনীকে নিয়ে ঢুকে পড়েন এক গয়নার দোকানে। স্ত্রীকে মঙ্গলসূত্র কিনে দেওয়ার কথা জানান কর্মীদের। তারপরেই ঘটে এক চমকে দেওয়া ঘটনা। নবতিপর দম্পতিকে দেখে দোকানের মালিক যা করলেন, তা ঘিরে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। জানা গেছে, নবতিপর দম্পতি একসঙ্গেই সব জায়গায় ঘুরতে যায়। ঝালনা জেলার আমভোরা জাহাগীর গ্রামের বাসিন্দা নিভ্রুত্তি শিন্ডে ও সান্তাবাই। একাদশী পালনের জন্য পান্ধারপুরে পায়ে হেঁটে যাচ্ছিলেন। 

নবতিপর দম্পতি ছত্রপতি শিবাজীনগরের একটি গয়না দোকানে মঙ্গলসূত্র কিনতে ঢোকে। বৃদ্ধের পরনে ছিল সাদা রঙের ধুতি, পাঞ্জাবি, মাথায় মহারাষ্ট্রের টুপি। আর স্ত্রীর পরনে ছিল ছাপোষা একটি শাড়ি। প্রথমে দোকানের মালিক, কর্মীরা ভেবেছিলেন, সম্ভবত আর্থিক সাহায্য চাইতে দম্পতি ঢুকেছে। 

কিন্তু দোকানে ঢুকেই কর্মীদের ওই বৃদ্ধ জানান, স্ত্রীকে মঙ্গলসূত্র কিনে দিতে চান। কিছু গয়না যদি তাঁরা দেখান। সকলেই বৃদ্ধকে দেখে চমকে যান। বৃদ্ধের কাছে মাত্র হাজার টাকা ছিল। তা সত্ত্বেও স্ত্রীর প্রতি বৃদ্ধের নিখাদ প্রেম দেখে আবেগপ্রবণ হয়ে যান দোকানের মালিক। অবশেষে ওই মঙ্গলসূত্র মাত্র ২০ টাকায় বিক্রি করেন। 

দোকানের মালিক জানিয়েছেন, 'ওই ২০ টাকা শুধুমাত্র আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছি। বৃদ্ধ দম্পতির সম্পর্কের রসায়ন আমায় মুগ্ধ করে দিয়েছে। আজকের দিনে এই দৃশ্য খুব বিরল! টাকা দিয়ে কখনও কিছু বিচার করা যায় না।'