আজকাল ওয়েবডেস্ক :৮৪ বছরের বৃদ্ধা একী করলেন? তাঁর সাহস দেখে রীতিমতো চক্ষুচড়কগাছ নেটিজেনদের। গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল। দেখুন ভিডিও...
বর্তমানে বেশিভাগ মানুষেরই একটু বয়স হতে না হতেই নানা রকমের শারীরিক সমস্যা দেখা দেয়। অনেকে অল্পতেই ক্লান্ত বোধ করতে শুরু করেন। কিন্তু আগেকার মানুষেরা তুলনামূলকভাবে বেশি শক্তসমর্থ ছিলেন। সম্প্রীতি তারই উদাহরণ তুলে ধরে নেটপাড়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে এক বৃদ্ধাকে নির্ভয়ে ডিগবাজি দিয়ে জলে ঝাঁপ দেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। ওই বৃদ্ধার ৮৪ বছর বয়স বলেই খবর মিলেছে। তাঁর এই বয়সেও এত আত্মবিশ্বাস দেখে নেটিজেনদের চোখ ছানাবরা হয়ে গিয়েছে। ভিডিওতে বৃদ্ধার সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার পরই উল্লাস ধ্বনি শোনা যাচ্ছিল।
জানা গিয়েছে , বৃদ্ধাকে শুধুমাত্র জলে ডুব দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি তা নাকচ করে সরাসরি ডিগবাজি দিয়ে জলে ঝাঁপ দেন।
আরও জানা গিয়েছে, ভিডিওটি কয়েক মাস আগে পোস্ট করা হয়েছিল। তবে তা সম্প্রীতি ভাইরাল হয়েছে। ভিডিওটিতে লাইক ভিউসের সংখ্যা এখনও বেড়ে চলছে। অন্যদিকে বেশির ভাগ মানুষই কমেন্টে বৃদ্ধার প্রশংসা করেছেন। এক ব্যক্তি মজার ছলে লিখছেন, " ৩২ বছর হতেই আমার হাঁটুর ব্যাথা শুরু হয়ে গিয়েছে। " অন্য আরেকজন লিখেছেন,''বৃদ্ধা বিশ্বকে দেখাতে চান যে তিনি সব পারেন''।
