আজকাল ওয়েবডেস্ক: মুরগি খুঁজে পাওয়া যাচ্ছে না সেই বিবাদে রাগের বশে এক বৃদ্ধকে পিটিয়ে মেরে ফেললেন তাঁর প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কুম্বকোনামে। মৃত বৃদ্ধের নাম মুরুকায়ান। বয় ৮২ বছর। এই ঘটনায় এলাকাবাসীরা স্তম্ভিত। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পরিবার-সহ পলাতক।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার মুরুকায়ানের প্রতিবেশি বীরামানি নিজের একটি মুরগি খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর মুরুকায়ানের খামারে সেটির হদিস পান। এর পরেই বীরামানি মুরুকায়ানের বিরুদ্ধে চুরির অপবাদ আনেন। মুরুকায়ান সেই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি মুরগিটিকে নিজের মনে করে ভুল করে খামারে নিয়ে চলে এসেছেন। কিন্তু বীরামানি সেই দাবি মানতে চাননি। কথাকাটি ক্রমে বচসায় পরিণত হয়। এর পরেই বীরামানির ছেলে ওই বৃদ্ধকে বেধড়ক মারধর শুরু করেন। মার খেয়ে অচেতন হয়ে পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত্যুর খবর শোনার পরেই ভেঙে পড়েছেন মুরুকায়ানের পরিবারের লোকজন। সামান্য বচসা থেকে এত বড় ঘটনা ঘটে যেতে পারে তা তাঁরা স্বপ্নেও ভাবতে পারেননি। ন্যায্য বিচারের দাবি তুলেছে বৃদ্ধের পরিবার। এই ঘটনার পর থেকেই বীরামানি পরিবার-সহ পলাতক। পুলিশ খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত পরিবারের খোঁজ চলছে।