আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি মুম্বাই শহরে ভয়াবহ দুর্ঘটনায় একজন নিহত হন৷ ঘটনাটি বান্দ্রা-ওরলি সি লিংক টোল প্লাজার কাছে ঘটে৷ খবর অনুযায়ী বেপরোয়া গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়৷ জানা গিয়েছে নিহত মহিলার বয়স ৫০ বছর। মহিলার আচমকা ভয়াবহ মৃত্যুতে চমকে উঠেছে দেশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের গত সপ্তাহে রবিবার দুর্ঘটনাটি ঘটে৷ আনুমানিক রাত ১০ টা নাগাদ এটি ঘটে৷ খবর অনুযায়ী, একটি বেপরোয়া গাড়ি রাস্তা দিয়ে আসছিল৷ গাড়ির চালক মূল অভিযুক্ত গুরবিন্দরসীং খীর৷ জানা গিয়েছে, সান্তা ক্রুজের বাসিন্দা ৪৮ বছর বয়সী গুরবিন্দরসিংহ খীর ঘটনার রাতে বাড়ি ফিরছিলেন।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত খীর এক পাথর কারখানার ব্যবসা পরিচালনা করেন। খীর ঘটনার পর কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন। তাঁর শারিরীক পরীক্ষা-নিরীক্ষার পর জানা গিয়েছে দূর্ঘটনার দিন তিনি সুস্থ অবস্থাতেই ছিলেন। পরে কর্তৃপক্ষ তাঁর গাড়িটি বাজেয়াপ্ত করে।
আরও পড়ুনঃ ওরিও আর চকোলেট বাক্সে গোপনে কয়েক কোটি টাকার কোকেন পাচার! মুম্বাই বিমানবন্দরে হাতেনাতে পকড়াও যুবতী
জানা গিয়েছে, সেদিন দুর্ঘটনার পরপরই স্থানীয় টোল প্লাজার কর্মীরা গুরুতর আহত অবস্থায় মহিলাকে দ্রুত ভাবা হাসপাতালে নিয়ে যান। সেখানে দীর্ঘসময় ধরে তাঁর চিকিৎসা চলে৷ শেষমেশ তাঁকে বাঁচান যায়নি। চিকিৎসাকালীন তিনি মারা যান। পুলিশ সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে৷
প্রাথমিকভাবে মহিলার কোনওকম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায় তাঁর কাছ থেকে কোনও পরিচয়পত্র বা ফোন পায়নি তারা। ফলস্বরূপ পুলিশ অনুমান করছে যে মহিলার গৃহহীন হওয়ার সম্ভাবনাও রয়েছে। বর্তমানে পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে। এবং দুর্ঘটনা সম্পর্কে তাঁর পরিবারের সদস্যদের জানানোর চেষ্টা করা হচ্ছে।
ঘটনার জেরে, পুলিশ বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করেছে বলে জানা যায়। অবহেলার কারণে মৃত্যু ঘটানোর জন্য বিএনএস ১০৬(১), জীবন বিপন্ন করার জন্য বিএনএস ১২৫, বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য বিএনএস ২৮১ এবং বিপজ্জনক গাড়ি চালানোর জন্য মোটরযান আইনের ১৮৪ ধারা।
ভয়াবহ দু্র্ঘটনার জেরে অভিযুক্ত চালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে৷ জেরা করা হয়েছে তাঁকে। খবর অনুসারে, খীরকে পূর্বে নোটিশ জারি করা হয়েছিল। পরবর্তী তদন্তের জন্য পরে ছেড়েও দেওয়া হয়।
চলতি বছরে বিগত কয়েক মাসে একাধিক সড়ক দু্র্ঘটনা ঘটেছে৷ সম্প্রতি দিল্লিতে এক হাড়হিম করা পথ দু্র্ঘটনা ঘটেছে। খবর মারফত দিল্লির বসন্ত বিহারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। একটি বেপরোয়া অডি ফুটপাতে ঘুমন্ত পাঁচজনকে পিষে ফেলে। নিহতদের মধ্যে দুই দম্পতি এবং তাঁদের আট বছর বয়সী মেয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে৷ পরবর্তীতে দ্রুত জামিনে মুক্তি দেওয়া হয় অভিযুক্তকে। মর্মান্তিক এই ঘটনায় কেবল দিল্লি নয়, গোটা দেশ হুলুস্থুল।
