আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধবিরতি ঘোষণার একদিন পর বড় ঘোষণা এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার। সোমবার একটি বিবৃতি দিয়ে ঘোষণা করল, ১২ মে, সোমবার থেকেই খুলে যাচ্ছে উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দর। ভারত-পাকিস্তানের সংঘাতের আবহে এই ৩২টি বিমানবন্দর বন্ধ করা হয়েছিল। 

 

পূর্বের বিবৃতিতে ঘোষণা করা হয়েছিল, ১৫ মে পর্যন্ত বিমানবন্দরগুলি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। এই বিমানবন্দরগুলিতে সমস্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে। আজ সকালেই ফের ঘোষণা করা হল, নির্ধারিত সময়ের আগেই খুলে গেল ৩২টি বিমানবন্দর। এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার ঘোষণার পর চণ্ডীগড়ের শহিদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সকাল সাড়ে দশটা থেকেই বিমান পরিষেবা চালু হয়েছে। 

 

শনিবার বিকেল পাঁচটা যুদ্ধবিরতি কার্যকর হয় ভারত-পাকিস্তানে। ঘোষণার কয়েক ঘণ্টা পরেই একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। শনিবার রাতেও উত্তপ্ত পরিস্থিতি ছিল জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানে। তিন রাজ্যের অধিকাংশ শহরে ব্ল্যাক আউট করা হয়। রবিবার সকাল থেকেই পরিস্থিতি ফের স্বাভাবিক হতে শুরু করেছে। রবিবার রাতে কোনও সংঘাতের খবর পাওয়া যায়নি। ভারতের কড়া হুঁশিয়ারিতে পাকিস্তান পিছু হটেছে বলেই অনুমান অনেকের। রবিবার আতঙ্কের ছায়া সরে দেশ চেনা পুরনো ছন্দে ফিরতে শুরু করায় বিমানবন্দরগুলিতে পরিষেবা স্বাভাবিক করা হল। 

 

গতকাল জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও সমাজমাধ্যমে আবেদন জানান, এবার শ্রীনগর বিমানবন্দরে বিমান পরিষেবা চালু করা যেতে পারে। যুদ্ধবিরতির পর অবশেষে ভোগান্তি শেষ হল যাত্রীদের।