আজকাল ওয়েবডেস্ক: চুপিচুপি ধারাল ছুরি নিয়ে বাবার যৌনাঙ্গে কোপ বসালেন ২৪ বছরের তরুণী। ছুরির হামলায় ক্ষতবিক্ষত করে দিলেন তাঁকে। রক্তমাখা ছুরি হাতে তরুণী যা বললেন, তাতেই শিউরে উঠেছেন এলাকাবাসী থেকে পুলিশ। তরুণী জানালেন, লাগাতার ধর্ষণের শিকার হওয়ায় বাবার উপর এই হামলা তিনি করেছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাল্লাসোপারায়। পুলিশ জানিয়েছে, সোমবার ভরদুপুরে বাবার উপর ছুরি নিয়ে হামলা চালায় প্রীতি শুক্লা নামের তরুণী। তবে ভারতি নামের ওই ব্যক্তি তরুণীর নিজের বাবা নন। তিনি সৎ বাবা। বাবার মৃত্যুর পর ভারতি নামের ব্যক্তিকে তাঁর মা বিয়ে করেন। তারপরেই শুরু বিপত্তি।
শুক্লা নামের তরুণী জানিয়েছেন, মায়ের দ্বিতীয় বিয়ের পরেই তাঁর জীবনে বিপর্যয় নেমে আসে। সৎ বাবা প্রায়ই যৌন হেনস্থা করতেন। ধর্ষণের চেষ্টাও করেছেন। ফাঁকা বাড়িতে প্রায়ই যৌন সম্পর্কে লিপ্ত হতে জোর করতেন। প্রায় টানা দু'বছর সৎ বাবার যৌন হেনস্থার শিকার হয়েই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি।
অবশেষে সোমবার দুপুরে বাবার উপর ছুরি নিয়ে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে পালিয়ে যান ওই ব্যক্তি। এরপর ভরা রাস্তায় বাবাকে ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে দেন। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তখনই তরুণীকে গ্রেপ্তার করে তারা। বর্তমানে তরুণীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যৌন হেনস্থার অভিযোগটি খতিয়ে দেখছে তারা।
