আজকাল ওয়েবডেস্ক:‌ মহারাষ্ট্রে ভয়াবহ অগ্নিকাণ্ড। ওয়ারধার ভুগাঁও স্টিল কোম্পানিতে বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন শ্রমিক গুরুতর আহত হন। প্রত্যেককেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে এক জনের অবস্থা অতি সঙ্কটজনক।


এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেতেই পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে আসে। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও উদ্ধারকাজ চালাচ্ছে। কারখানার মধ্যে আর কেউ আটকে রয়েছেন কিনা তা তল্লাশি করে দেখা হচ্ছে।


কীভাবে আগুন লাগল তা পরিস্কার নয়। স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগতেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। এদিকে, ওয়ারধার জেলাশাসক রাহুল কারদিল জানিয়েছেন, ‘‌স্টিল কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন শ্রমিক অগ্নিদগ্ধ হন। প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক জনের অবস্থা অতি সঙ্কটজনক। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। আগুন কীভাবে লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে গেছেন। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।’‌ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।