আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে ফের মর্মান্তিক দুর্ঘটনা। বুদায়ুঁ জেলার উঝানি এলাকায় শুক্রবার বিকেলে পথ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনার জেরে ১৪ বছর বয়সী এক কানওয়ারিয়া তরুণ নিহত হয়েছে। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কানওয়ার যাত্রায় অংশ নেওয়া একটি দল কচলা ঘাট থেকে গঙ্গাজল সংগ্রহ করে ট্র্যাক্টর-ট্রলিতে করে ফিরছিল। পথে ক্লান্ত হয়ে পড়ায় তারা রাস্তার ধারে তাদের গাড়ির পাশে বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময়ে ভয়াবহ দু্র্ঘটনাটি ঘটে৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণ অঙ্কিত। বরেলি জেলার বাসিন্দা সে। ঘটনার দিন সেও ওই দলের একজন সদস্য ছিল। বিশ্রাম নেওয়ার সময়, আরেকটি কানওয়ারিয়া দল, যারা ট্র্যাক্টর-ট্রলিতে করেই আসছিল, নিয়ন্ত্রণ হারিয়ে অঙ্কিতদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই অঙ্কিতের মৃত্যু হয়। তার আরও কয়েকজন সঙ্গী গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়৷ এরপর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি ভয়ানক উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষোভে ফেটে পড়ে অঙ্কিতের সঙ্গীরা। তারা অভিযুক্ত ট্র্যাক্টর-ট্রলির চালক লাল্লা বাবুকে ধরে মারধর করে। এমনকি তারা ওই গাড়িতে আগুন লাগিয়ে দেয়। উত্তেজিত কানওয়ারিয়া যাত্রীরা ঘটনাস্থলে রাস্তা অবরোধ শুরু করে দেয়। এর ফলে আশেপাশের এলাকায় যানচলাচলে বিঘ্ন ঘটে।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। জানা গিয়েছে, সার্কেল অফিসার দেবেন্দ্র সিংয়ের নেতৃত্বে পুলিশ দল উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং রাস্তাও দ্রুত পরিষ্কার করা হয়। পরবর্তীতে ফায়ার ব্রিগেড দ্রুত এসে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় দুই কানওয়ারিয়া দলের মধ্যে চরম সংঘর্ষ বাধে। এতে আরও কয়েকজন আহত হন বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালক লাল্লা বাবুকে আটক করা হয়েছে। তরুণের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনার তদন্ত চলছে এবং কার কী দায়িত্ব তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসন কানওয়ার যাত্রায় অংশগ্রহণকারীদের প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত রাজস্থানে সম্প্রতি দুই কানওয়ার যাত্রী দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আলওয়ার জেলার বীচগঞ্জা গ্রামে। সূত্রে জানা গিয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি বুধবার অর্থাৎ ২৩ জুলাই ঘটেছে। দুইজন কানওয়ারিয়া নির্মমভাবে প্রাণ হারান। একই ঘটনার জেরে আরও প্রায় ৩০ জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ জানিয়েছে, একটি ট্রাক আচমকা ঝুলন্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার ফলে এই দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে যখন কানওয়ার যাত্রীদের একটি দল এবং স্থানীয় কিছু বাসিন্দা গ্রামের চারপাশে 'পরিক্রমা' (পারিক্রমা) করছিলেন। তাঁদের সঙ্গে থাকা একটি ট্রাক রাস্তা দিয়ে যাতায়াতকালীন ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এর ফলে অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হন।
