আজকাল ওয়েবডেস্ক: বাড়ির বাইরে খেলাধুলা করছিল দুই ভাইবোন। সন্ধের পর বোনকে নির্জন একটি জায়গায় নিয়ে যায় দাদা। সেখানে গিয়ে নৃশংসভাবে ছ'বছরের তুতো বোনকে খুন করল সে। খুনের ঘটনাটি স্বীকার করে নিয়েছে ঘাতক দাদা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ে। পুলিশ জানিয়েছে, পয়লা মার্চ ঘটনাটি ঘটে নোলা সোপারা এলাকায়। পরিবার জানিয়েছে, সেদিন বিকেল থেকে দুই ভাইবোন একসঙ্গে বাড়ির বাইরে খেলাধুলা করছিল। সন্ধের পর ১৩ বছরের নাবালক বাড়ি ফিরলেও, তার বোনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তখনই দেখা যায়, তুতো বোনকে সঙ্গে নিয়ে পাহাড়ের পথে গিয়েছিল নাবালক। কিন্তু বাড়ি ফিরেছিল একাই। তখনই নাবালককে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জেরায় প্রথমে নাবালক জানায়, দু'জন ব্যক্তি তাদের উপর হামলা চালিয়েছিল। কিন্তু দীর্ঘক্ষণ জেরার পর বোনকে খুনের ঘটনাটি স্বীকার করে নেয়।
নাবালক জানিয়েছে, বাবা-মা তুতো বোনকে বেশি ভালবাসতেন। বোনের সমস্ত শখ পূরণ করতেন তাঁরা। বাবা-মায়ের বেশি আদর পেত বলেই, বোনের প্রতি হিংসা হত। সিনেমার কাহিনি দেখে খুনের পরিকল্পনা করেছিল। পাহাড়ে নিয়ে গিয়ে বোনের শ্বাসরোধ করে, মাথা ইট দিয়ে থেঁতলে খুন করে সে। নাবালককে আটক করেছে পুলিশ। ইতিমধ্যেই তাকে জুভেনাইল হোমের পাঠানো হয়েছে।
