আজকাল ওয়েবডেস্ক: মাত্র পাঁচ টাকার চিপস নিয়ে ঝামেলা। ১৪ বছরের ও ১২ বছরের দুই পড়ুয়ার মধ্যে অশান্তি এমন পর্যায়ে পৌঁছয়, শেষমেশ রক্তে ভেসে যায় বাড়ির উঠোন। ১৪ বছরের পড়ুয়াকে কুপিয়ে খুন করল ষষ্ঠ শ্রেণির এক ছাত্র। ১২ বছরের পড়ুয়ার কাণ্ডে রীতিমতো শোরগোল গোটা কর্ণাটকে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হুব্বালিতে। পুলিশ জানিয়েছে, গতকাল বাড়ির সামনেই দুই পড়ুয়ার ঝামেলা হয়। শেষমেশ ধারালো ছুরি দিয়ে ১৪ বছরের কিশোরকে একাধিকবার কুপিয়ে খুন করে অভিযুক্ত নাবালক। স্থানীয়দের থেকে খবর পেয়ে ১২ বছরের পড়ুয়াকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দু'জনের মধ্যে একটি চিপসের প্যাকেট নিয়ে ঝামেলা শুরু হয়। পাঁচ টাকা দামের ওই চিপসের প্যাকেট কাড়াকাড়ি করতে গিয়ে মারপিট করে তারা। এরপর আচমকাই ধারালো ছুরি দিয়ে স্কুলের সিনিয়রকে কোপাতে থাকে অভিযুক্ত নাবালক। স্থানীয় ছুটে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় সে লুটিয়ে পড়েছে। তড়িঘড়ি করে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

হুব্বালি পুলিশ কমিশনার জানিয়েছেন, এধরনের নৃশংস হত্যাকাণ্ড সিনেমা, সিরিজে, গল্পে শোনা যায়। সামজ ও পরিবারের প্রভাব রয়েছে এর মধ্যে। ষষ্ঠ শ্রেণির এক ছাত্র কীভাবে কোপানোর কথা ভাবতে পারে, সেটিই সবচেয়ে অবাক করে দিচ্ছে। সকলের সতর্ক থাকা উচিত।