আজকাল ওয়েবডেস্ক: ঘরের কোনে রাখা ছিল একটি পুরনো জলের ড্রাম। সেটিকে বাইরে ফেলার জন্য হাত দিতেই দেখা গেল ভয়ঙ্কর ছবি। ভিতরে কিলবিল করছে ১০০ টি বিষাক্ত সাপ। হাড়হিম করা এই ছবি দেখে সকলের চোখ কপালে ওঠার যোগাড়।


ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। সেখানে একটি বাড়ি থেকে এই সাপগুলিকে পাওয়া গিয়েছে। বাড়ির মালিক ড্রামে হাত দিয়েই সাপের তার দিকে তেড়ে আসে। তবে দ্রুত সে উপস্থিত বুদ্ধি খাটিয়ে ড্রামের মুখ ঢেকে দেয়।


এরপরই সে ঘরের বাইরে এসে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। দ্রুত সেখানে প্রচুর মানুষ জড়ো হয়ে যায়। এরপর সকলে মিলে ড্রামভর্তি সাপগুলিকে নিয়ে গিয়ে কাছের একটি জঙ্গলে ছেড়ে দেয়। এই ছবি নিমেষে ভাইরাল হয়েছে সর্বত্র। 

 

?ref_src=twsrc%5Etfw">June 4, 2025


প্রতিটি সাপই বিষধর ছিল বলেই দাবি করেছেন গ্রামবাসীরা। গ্রামীণ ভারতে এই ছবি খুব একটা বিরল ঘটনা নয়। তবে সাপেদের যে জঙ্গলে ছাড়া হয়েছে সেটা একটি ভাল দিক বলেই মনে করছেন পরিবেশবিদরা।