আজকাল ওয়েবডেস্ক: অতি ভারি বৃষ্টিতে প্রতিবছরই বিপর্যস্ত হয়ে পড়ে সিকিম। ধস নেমে ভেঙে যায় জাতীয় সড়ক, বন্যার কবলে পড়ে একাধিক সেতু। যুদ্ধকালীন তৎপরতায় সিকিমকে পুরনো ছন্দে ফিরিয়ে আনার কাজ করে ভারতীয় সেনার জওয়ানরা।  


জাতীয় সড়ক সংস্থা (BRO) বর্ডার রোড অর্গানাইজেশন পুনর্নির্মাণ করল সিকিমের ইন্দ্রানী সেতুর। ২০২৩ সালের ৪ অক্টোবর তিস্তা নদীর উপর তৈরি থাকা ইন্দ্রানী সেতু ভয়াবহ বন্যার কবলে পড়ে এবং ভেঙে যায়। বর্ডার রোড অরগানাইজেশন পুনর্নির্মাণ করে উত্তর সিকিমের সঙ্গে ভারতে যোগাযোগ স্থাপন করল বর্ডার রোড অরগানাইজেশন। পুরনো ব্রিজ তৈরি করেছিল সিকিম পাবলিক ওয়ার্ক বিভাগ, যা বন্যায় ভেঙে পড়ে গত বছর। এই সেতু না থাকায় উত্তর সিকিমের বিস্তীর্ণ অঞ্চলকে নানা অসুবিধের মুখে পড়তে হয়েছে গত এক বছর। সঙ্কটের কথা বুঝতে পেরে সিকিম সরকার দ্রুত যোগাযোগ পুনঃস্থাপন করার পরিকল্পনা করে।

গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারদের ( GRSE) সঙ্গে যৌথ সমীক্ষা চালায় সিকিম সরকার এবং জাতীয় সড়ক সংস্থা (BRO)। সমীক্ষা শেষে রিপোর্টে বলা হয়, ইন্দ্রানী সেতুর স্থানে একটি বেইলি সাসপেনশন সেতু নির্মাণ করা সম্ভব। '৭৬৪ বর্ডার রোড টাস্ক ফোর্স'- এর (BRTF) ইঞ্জিনিয়াররা এক বছরের মধ্যে 'প্রজেক্ট স্বস্তিক' প্রকল্পের আওতায় এই ৩০০ ফুট লম্বা ইন্দ্রানী সেতুর পুনর্নির্মাণ করেন। নবনির্মিত এই সেতু ১২ আগস্ট ২০২৪ সালে উদ্বোধন হল। এই সেতু অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে সহায়তা করবে বলে আশা করছে সিকিম সরকার