আজকাল ওয়েবডেস্ক: যৌনশিক্ষা বরাবরই বিতর্কের বিষয়। পৃথিবীর বিভিন্ন পশ্চাৎপদ দেশ তো বটেই আমেরিকার মতো প্রথমবিশ্বের দেশেও বিষয়টি নিয়ে নানা ছুঁৎমার্গ রয়েছে। সেই ‘ট্যাবু’ ভাঙতেই এবার একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে আমেরিকায়।
2
11
ক্যালিফোর্নিয়ার একটি গোপন রিসর্টে আয়োজন করা হয় শিক্ষামূলক ক্যাম্পের। সেই ক্যাম্পে বিভিন্ন বয়সের মহিলাদের অর্গ্যাজম করতে শেখানো হয়। ‘এ যেন যৌন শিক্ষার স্কুল’ সেই ক্যাম্প থেকে ঘুরে এসে এমনই জানালেন জানা হকিং নামের এক বধূ।
3
11
একটি মার্কিন সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জানা জানিয়েছেন, এই ‘কোর্স’- এ ভর্তি হতে খরচ হয় ১৫ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২ লক্ষ ৬৫ হাজার টাকা।
4
11
জানার দাবি, ক্যাম্পে তিনি ছাড়াও যোগ দিয়েছিলেন বিভিন্ন বয়সের আরও ১৬ জন মহিলা। কিন্তু ক্যাম্পটির সঠিক ঠিকানা উন্মোচন করা সম্ভব নয়। কারণ বিষয়টি নিয়ে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হয়।
5
11
ঠিক কী হয় সেখানে? বধূর দাবি বিষয়টি নিছক সঙ্গমের কামনা নয়। কখনও পারিপার্শ্বিক সমস্যা, হরমোনের ভারসাম্য হারিয়ে যাওয়া, কখনও বা বয়স- নানান কারণে যৌনতার ইচ্ছা হারিয়ে ফেলেন মহিলারা। সেই ইচ্ছে ফিরিয়ে আনাই এই ক্যাম্পের মূল উদ্দেশ্য।
6
11
এই ক্যাম্পের মূল হোতা পামেলা ম্যাডসেন নামের এক মহিলা। তিনি এবং তাঁর সহকর্মীরা বিভিন্ন ধরনের যৌন কার্যকলাপ, ব্যায়াম, খেলাধুলা, ধ্যান এবং মানসিক অনুশীলনের প্রশিক্ষণ দেন।
7
11
কেমন ছিল প্রথম দিনের অভিজ্ঞতা? জানা জানিয়েছেন, প্রথমে বিষয়টি নিয়ে তাঁর মনে সংশয় ছিল। প্রথম দিন তাঁদের বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার খাওয়ানো হয়। এর পর একটি কমন রুমে নিয়ে গিয়ে বসানো হয় সবাইকে। সেখানে সবাই মিলে এই ক্যাম্পে আসার নেপথ্যের কারণ জানান একে অপরকে।
8
11
দেখা যায়, নিছক সঙ্গমসুখ নয়, অধিকাংশ মহিলাই বিভিন্ন ধরনের বঞ্চনা কিংবা অসুস্থতার শিকার। দ্বিতীয় দিন থেকে যৌনতার শিক্ষা শুরু হয়।
9
11
প্রথমে আরামদায়ক অন্তর্বাসে, তারপর সম্পূর্ণ নগ্ন হয়ে চলে অনুশীলন। শুধু অপরের স্পর্শই নয়, শেখানো হয় হস্তমৈথুনের বিভিন্ন কৌশলও। শেখানো হয় সঙ্গমের হরেক কায়দাও।
10
11
সবশেষে শেখানো হয় যৌনরোগ নিয়ে। চিকিৎসক মারিয়া উলোকোর নেতৃত্বে স্বাস্থ্য বিশারদরা বিভিন্ন ধরনের যৌনরোগ নিয়ে আলোচনা করেন তাঁরা।
11
11
জানা জানিয়েছেন, ক্যাম্পের শেষে তিনি সম্পূর্ণ নিঃশেষিত হয়ে গিয়েছিলেন। এমন সুখ তিনি আগে অনুভব করেননি। শারীরিক এবং মানসিক ভাবে চাঙ্গা হয়ে গিয়েছেন বলেও দাবি তাঁর।