বারেই বারেই ভারতের শক্তিশালী অর্থনীতির কথা তুলে ধরে কেন্দ্র। কিন্তু এ দেশ বিশাল অর্থনৈতিক বৈপরীত্যের দেশ। সমৃদ্ধ মহানগর যেমন রয়েছে, তেমনই রয়েছে খুব দরিদ্র গ্রাম। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও, কিছু রাজ্য এখনও ধীর শিল্প উন্নয়ন, অপর্যাপ্ত পরিকাঠামো এবং আর্থ-সামাজিক বাধার কারণে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি।
2
11
ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আয়ের স্তর পরিমাপ করা হ য় MPI-এর মাধ্যমে।
3
11
ভারতের আটটি দরিদ্র রাজ্য কোনগুলি? কেন এইসব রাজ্য়ের এমন অবস্থা? কীভাবে সম্ভব ওইসব রাজ্যের উন্নয়ন?
4
11
ভারতের সবচেয়ে দরিদ্রতম রাজ্য হল বিহার। এই রাজ্যের মাথাপিছু জিডিপি প্রায় ৪৬,০০০ টাকা। ২০১১ সালের আদমশুমারি অনুসারে, বিহার ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল দেশ। বিহারের জনসংখ্যা ১০৪,০৯৯ জন।
5
11
ভারতের বৃহত্তম জনসংখ্যার রাজ্যগুলির মধ্যে অন্যতম উত্তর প্রদেশ। এ রাজ্যের জনপ্রতি জিডিপিহল ৬৫,০০০ টাকারও বেশি।
6
11
ঝাড়খণ্ড খনিজ সম্পদে সমৃদ্ধ, তবুও এর মাথাপিছু জিডিপি মাত্র ৭৫,০০০ টাকা।
7
11
মেঘালয়ের মাথাপিছু জিডিপি প্রায় ৮২,০০০ টাকা। অপর্যাপ্ত অর্থনৈতিক বৃদ্ধি এবং দুর্বল পরিকাঠামোর সম্মুখীন উত্তর-পূর্বের এই রাজ্য।
8
11
প্রায় ৮২,০০০ টাকা মাথাপিছু জিডিপি-সহ মণিপুর আর্থ-সামাজিক ও অর্থনৈতিক সমস্যায় জর্জরিত।
9
11
অসমে জনসংখ্যার ঘনত্ব বেশি এবং প্রান্তিক সম্প্রদায়ের উপস্থিতিও উল্লেখযোগ্য। এ রাজ্যের মাথাপিছু জিডিপি প্রায় ৮৬,০০০ টাকা।
10
11
৯৮,০০০ টাকা মাথাপিছু জিডিপি-সহ মধ্যপ্রদেশে শিল্প উন্নয়নের গতির হার অত্যন্ত ধীর। এছাড়াও গ্রামীণ জনসংখ্যাও খুব বেশি। যা এই রাজ্যের উন্নয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ।
11
11
জম্মু ও কাশ্মীরের মাথাপিছু জিডিপি ১,০৪,০০০ টাকা, কৃষির উপর অতি নির্ভরতার কারণে এখানে দারিদ্র্যের হার ১০ শতাংশ।