মৃত্যুর পর কী সত্যিই আলো দেখা যায়? ‘মারা গিয়ে’ ফিরে আসা হাজারো মানুষের বিস্ময়কর অভিজ্ঞতা!
2
8
মৃত্যুর পরে কি সত্যিই অন্য কোনো জগৎ আছে? কেবল ধর্মীয় বিশ্বাস নয়, এবার চিকিৎসা বিজ্ঞানেও সেই প্রশ্ন তোলপাড় ফেলেছে।
3
8
যুক্তরাষ্ট্রের ক্যানসার বিশেষজ্ঞ ডা. জেফ্রি লং গত কয়েক দশক ধরে মৃতপ্রায় হাজারো রোগীর সঙ্গে কথা বলে তৈরি করেছেন এক চমকপ্রদ গবেষণা—যেখানে মানুষ মৃত্যুর দ্বার থেকে ফিরে এসে জানায়, তারা আলোয় ভরা এক সুড়ঙ্গ দেখেছে, প্রিয়জনদের সঙ্গে কথা বলেছে, এমনকি ঈশ্বরতুল্য কারও উপস্থিতিও অনুভব করেছে!
4
8
এই ঘটনাগুলিকে বলে Near Death Experience (NDE)—যেখানে কয়েক মিনিটের জন্য কেউ মৃত্যুর কোলে ঢুকে আবার বেঁচে ফিরে আসে।
5
8
ভারত, আমেরিকা, ইউরোপ—সব জায়গার মানুষের বয়ান প্রায় একই! শিশু থেকে বৃদ্ধ, সবাই বলে শান্তি, আলো ও ভালবাসার অভিজ্ঞতার কথা।
6
8
তবে বিজ্ঞানীদের একাংশ বলছেন, এ হতে পারে ব্রেনের শেষ পর্যায়ের রাসায়নিক প্রতিক্রিয়া।
7
8
অন্যদিকে, ডা. লং-এর দাবি, এই অভিজ্ঞতাগুলি এতটাই মিল এবং আবেগপূর্ণ যে, এগুলোকে ‘কল্পনা’ বলে উড়িয়ে দেওয়া যায় না।
8
8
নতুন করে প্রশ্ন উঠছে—মৃত্যু কি আসলেই চূড়ান্ত শেষ? নাকি আমরা কেবল একটি দরজার ওপারে দাঁড়িয়ে আছি?