জ্যোতিষশাস্ত্রে সূর্য এবং চন্দ্রের বিশেষ মাহাত্ম্য এবং গুরুত্ব রয়েছে। ২০২৬ সালের শুরুতেই এই দুই গ্রহ মিলে তৈরি করছে ব্যতীপাত যোগ। আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই যোগ। কেরিয়ারে আসবে গোল্ডেন টাইম, প্রেমের সাগরে ভাসবেন কিছু রাশির জাতকেরা। তালিকায় আছেন কারা?
2
7
বৃষ: ব্যতীপাত যোগ এই রাশির জাতকদের জন্য সুসময় বয়ে আনবে। যাঁরা বিবাহিত তাঁদের বৈবাহিক জীবনে সুখ, শান্তি বৃদ্ধি পাবে। সঙ্গীর ভালবাসার গভীরতা বৃদ্ধি পাবে।
3
7
যাঁরা সিঙ্গল তাঁরা তাঁদের পছন্দের মানুষকে মনের কথা জানাতে পারেন। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবসা করলে, বিপুল লাভ দেখতে পাবেন। চাকুরিজীবীদের পদোন্নতির সুযোগ আসতে পারে।
4
7
সিংহ: এতদিন ধরে কোনও মানসিক সমস্যা বা চাপে থেকে থাকলে এই সময় সেটা কাটিয়ে উঠবেন। ব্যক্তিগত সম্পর্কে কোনও জটিলতা তৈরি হলে সেটাও কেটে যাবে। যে সম্পর্ক নিয়ে দ্বিধা রয়েছে, সেটা কেটে স্পষ্ট ধারণা পাবেন।
5
7
চাকুরিজীবীরা তাঁদের কাজের জায়গায় প্রশংসা পাবেন। পদোন্নতি হতে পারে, বাড়তে পারে আয়। যাঁরা ব্যবসায়ী এই সময় ব্যাপক লাভ করবেন। কোনও পুরনো লেনদেনের টাকা আটকে থাকলে, এই সময় পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
6
7
কুম্ভ: জীবনে স্থিরতা আসবে। এতদিন ধরে যে কাজ শ্লথ গতিতে এগোচ্ছিল, সেটা দ্রুত শেষ হবে। না হওয়া কাজ, বারবার কোনও কারণে বাধাপ্রাপ্ত হওয়া কাজ সম্পূর্ণ হবে।
7
7
যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা এই সময় সাফল্যের মুখ দেখবেন। পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা বর্তমানে টলমল হয়ে থাকলে, সেটা কেটে স্থিরতা আসবে।