ছাত্রদের সঙ্গে ঘনিষ্ঠতা। নানা কিছুর টোপ দিয়ে ঘরে টেনে আনতেন। তারপরেই চলত চরম যৌন নির্যাতন। এমনকী হুমকিও। কমপক্ষে ১০ জন ছাত্রকে যৌন হেনস্থার পর এবার ফের এক শিক্ষিকার কুকীর্তি ফাঁস হল।
2
8
নির্যাতিত এক ছাত্র জানিয়েছে, স্কুল থেকে বাড়িতে নিয়ে যেতেন অভিযুক্ত শিক্ষিকা। এরপর অশ্লীল ছবি, ভিডিও দেখিয়ে উত্যক্ত করতেন। তারপর স্নানঘরে নিয়ে যেতেন।
3
8
দিনের পর দিন একসঙ্গে স্নান করতেন। বাড়িতে থাকাকালীন যৌন হেনস্থা করার পরেও ছাড় দিতেন না। রাতবিরেতে অশ্লীল ভিডিও পাঠাতেন।
4
8
পড়ুয়া আরও জানিয়েছেন, শিক্ষিকার ঘরজুড়ে থাকত প্রচুর সেক্স টয়, স্ট্রিপার পোল। কখনও কখনও নগ্ন হয়েও নাচ দেখাতেন। যৌন হেনস্থার বিষয়টি বাইরে ফাঁস করলে, আত্মহত্যার হুমকিও দিতেন।
5
8
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২৪ সালে ওই পড়ুয়ার ঠাকুমা পুলিশের কাছে শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ১৫ বছর বয়সে ওই পড়ুয়াকে যৌন নির্যাতন করেছিলেন বলে অভিযোগ তুলেছেন।
6
8
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাতে। ব্রিটানি ফোর্টিনবেরি নামের ওই শিক্ষিকা এমিনেন্স হাইস্কুলে পড়াতেন। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
7
8
পুলিশি জেরায় অপরাধের ঘটনাটি স্বীকার করেছেন শিক্ষিকা। এও জানিয়েছেন, কয়েকবছর আগে তাঁর আচমকা ওজন কমে যায়। এরপরই মানসিক সমস্যা দেখা দেয়।
8
8
তিনি প্রায়ই ছাত্রদের সঙ্গে যৌনতার স্বপ্ন দেখতেন। সুন্দর ছাত্রদের সামনে দেখলেই, যৌনতায় লিপ্ত হওয়ার ইচ্ছে হত তাঁর।