শীতের দূষণে শ্বাসকষ্ট বাড়ছে, ঘরেও বাড়ছে দূষণ: ঘরোয়া পরিবেশ শুদ্ধ করতে সাহায্য করবে কিছু সবুজ গাছ
নিজস্ব সংবাদদাতা
৮ ডিসেম্বর ২০২৫ ১২ : ৫৯
শেয়ার করুন
1
8
এই শীতের মরসুমে দেশের প্রায় সব বড় শহরেই বাড়ছে বায়ুদূষণ। বাইরে বেরোনো তো দূর, ঘরের মধ্যেও বাতাস ধীরে ধীরে হয়ে উঠছে ভারী ও দমবন্ধ। এমন পরিস্থিতিতে ঘরোয়া পরিবেশে স্বাভাবিকভাবে বাতাসকে কিছুটা হলেও বিশুদ্ধ রাখতে সবুজ গাছ হতে পারে কার্যকরী সমাধান। বিশেষ করে কিছু নির্দিষ্ট ইনডোর প্ল্যান্ট, যেগুলি ফটোসিন্থেসিস এবং ট্রান্সপিরেশন প্রক্রিয়ার মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড, ক্ষতিকর কেমিক্যাল এবং দূষিত কণা শোষণ করতে পারে, সেগুলিই এখন শহুরে ঘরে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।
2
8
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সঠিক জায়গায়, কম আলোতে এবং সামান্য যত্নেই কিছু গাছ ঘরের অস্বাস্থ্যকর বাতাসকে অনেকটাই স্বস্তিদায়ক করে তুলতে পারে।
3
8
স্নেক প্ল্যান্ট (Snake Plant): কম আলোতেও নিজের মতো বেড়ে ওঠে এই গাছ। শক্ত, সোজা পাতা ঘরের দূষিত বাতাস স্থিতিশীল রাখতে সাহায্য করে। ব্যস্ত জীবনে অতিরিক্ত যত্ন ছাড়াই এটি ঘরে পরিষ্কার বাতাস বজায় রাখে।
4
8
স্পাইডার প্ল্যান্ট (Spider Plant): লম্বা নরম পাতার স্পাইডার প্ল্যান্ট ঘরের সাজেও এনে দেয় শৌখিন সৌন্দর্য। কম আলোতে ভালোভাবে বাড়ে এবং ঝুলন্ত টবে রাখলে ঘরের পরিবেশ আরও প্রাণবন্ত হয়। AQI বেড়ে গেলে এটি কিছুটা হলেও দূষণ কমাতে সাহায্য করে।
5
8
এরেকা পাম (Areca Palm): এরেকা পাম-এর নরম ঝুলন্ত পালকের মতো পাতা ঘরের পরিবেশ পরিষ্কার করার পাশাপাশি দৃষ্টিনন্দন সাজ দেয়। জানালার পাশে ফিল্টারড লাইটে রাখলে এটি আরও সতেজ থাকে।
6
8
পিস লিলি (Peace Lily): ছায়াযুক্ত ঘরে সহজেই বেড়ে ওঠা পিস লিলি। নিয়মিত জল পেলে ঘরের ভারী বাতাসকে কিছুটা হালকা করতে পারে। বিশেষ করে শোওয়ার ঘর বা পড়ার ঘরে এটি উপকারী।
7
8
চাইনিজ এভারগ্রীন (Chinese Evergreen): রঙিন পাতার এই গাছ কম আলোতেও সহজেই টিকে থাকে। কৃত্রিম আলোর ঘরে এটি দূষণ নিয়ন্ত্রণে সহায়ক, পাশাপাশি ঘরের সৌন্দর্যও বাড়ায়।
8
8
মানি প্ল্যান্ট (Money Plant): মানি প্ল্যান্টের সবুজ ঝুলন্ত পাতা ঘরের তাক, টেবিল বা দেওয়ালের কোণে সহজেই মানিয়ে যায়। বেশি দূষণের সময় এটি ঘরের বাতাসকে কিছুটা হলেও স্বাভাবিক রাখতে সাহায্য করে।