বাড়িতে লাগানোর আগে সাবধান! এই কয়েকটি গাছ সাপকে আকৃষ্ট করে....
নিজস্ব সংবাদদাতা
৪ ডিসেম্বর ২০২৫ ১৪ : ৫৩
শেয়ার করুন
1
6
সাপ দেখলে আমরা ভয় পাই, কিন্তু অনেক সময় আমাদেরই কিছু অভ্যাসে সাপ আশেপাশে আসে। বিশেষ করে বাগান করা বা বাড়ির চারপাশে নির্দিষ্ট গাছ লাগানো সাপকে আকৃষ্ট করতে পারে। তাই সতর্ক থাকা জরুরি যে কোন গাছ সাপকে কাছে টানে।
2
6
চন্দনের সুবাস পোকা ও পাখি এনে দেয়, আর সেই শিকার ধরতে সাপ আসে। লেবু গাছেও একই ঘটনা ঘটে, কারণ লেবুর গাছে বহু পোকা ও পাখি জড়ো হয়। তাই বাগানে এই দুই গাছ রাখলে সাপ আসার সম্ভাবনা বেড়ে যায়।
3
6
জুঁই ফুল দেখতে সুন্দর হলেও সাপের জন্য এটি হয়ে ওঠে গোপন আশ্রয়। ঘন পাতা ও সুগন্ধ পোকামাকড় টানে, যা সাপের খাদ্য। তাই বাড়ির ভিতর বা খুব কাছে এই লতা লাগানো ঝুঁকিপূর্ণ হতে পারে।
4
6
সাইপ্রাস গাছের ঘন পাতায় সাপ সহজেই লুকোতে পারে। দেবদারু গাছও সাপকে আকর্ষণ করে কারণ এতে পোকা, ইঁদুর এবং ছোট প্রাণীরা থাকে। ফলে এই গাছগুলো সাপদের নিরাপদ আবাস তৈরি করে।
5
6
আইভি, লিরিওপ বা শোভাময় ঘাস মাটিতে আর্দ্রতা ধরে রাখে এবং ছোট পোকামাকড় জন্মায়। সেই পোকা খেতে আসে ব্যাঙ, টিকটিকি ও ইঁদুর, আর তাদের শিকার করতে আসে সাপ। তাই অতিরিক্ত ঝোঁপ ও ঘন ঘাস সাপের আশ্রয় হয়ে যায়।
6
6
সাপ আসে কারণ তারা খাবার, লুকানোর জায়গা, ছায়া এবং নিরাপদ পথ খুঁজে পায়। খোলা মাঠ বা পরিষ্কার জায়গায় সাপ কম আসে, কারণ সেখানে নিরাপত্তা নেই। কিন্তু ঝোঁপ-জঙ্গলে তারা নিজেদের "ফাইভ-স্টার নিরাপদ বাড়ি" খুঁজে পায়।