মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পর ভারতের শেয়ার বাজার ধাক্কা খেয়েছে। সেদিক থেকে দেখতে হলে কোথায় বিনিয়োগ করবেন তা নিয়ে সকলেই চিন্তিত।
2
9
তবে এখানে দেশের কয়েকটি ব্যাঙ্ক রয়েছে যেখানে বিনিয়োগ করলে সেখান থেকে আপনি ৮.৯৫ শতাংশ করে সুদ পেতে পারবেন। এই সুদ আপনি পাবেন ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে।
3
9
স্লাইস স্মল ফিনান্স ব্যাঙ্ক ১৮ মাসে সুদ দেবে ৮.২৫ শতাংশ। এটি বিনিয়োগ করতে হবে ৩ বছরের জন্য। যদি ৫ বছরের জন্য রাখেন তাহলে পাবেন ৭.৭৫ শতাংশ। ১ বছরের হিসেবে পাবেন ৬.৭৫ শতাংশ। সর্বোচ্চ রয়েছে ৮.৫০ শতাংশ।
4
9
জানা স্মল ফিনান্স ব্যাঙ্ক ৫ বছরের ডিপোজিটে দেবে ৮.২০ শতাংশ। ১ বছরের হিসেবে সুদ দেবে ৭.৫০ শতাংশ। ৩ বছরের হিসেবে পাবেন ৭.৭৫ শতাংশ।
5
9
সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক ৫ বছরের হিসেবে পাবেন ৮.৪০ শতাংশ। ৩ বছরের হিসেবে পাবেন ৮.১৫ শতাংশ।
6
9
ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক ১০০১ দিনের বিনিয়োগে দেবে ৭.৭৫ শতাংশ। ১ বছরের হিসেবে দেবে ৬.৫০ শতাংশ। ৩ এবং ৫ বছরের হিসেবে দেবে ৭.২৫ শতাংশ।
7
9
উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক ২ থেকে ৩ বছরের হিসেবে সুদ দেবে ৭.৬৫ শতাংশ। ১ বছরের হিসেবে দেবে ৬ শতাংশ। ৩ এবং ৫ বছরের হিসেবে দেবে ৭.৬৫ এবং ৭.২৫ শতাংশ।
8
9
ইক্যুইটি স্মল ফিনান্স ব্যাঙ্ক ৮৮৮ দিনের জন্য ৭.৬০ শতাংশ হারে সুদ পাবে। ১ এবং ৩ বছরের হিসেবে ৭.২৫ শতাংশ হারে সুদ পাবে। ৫ বছরের হিসেবে সুদ দেবে ৭ শতাংশ।
9
9
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।