বিমানে যাতায়াতের সময় সঙ্গে থাকে সোনা, নগদ গয়না। কিন্তু নির্দিষ্ট পরিমানের বেশি রাখলেই বিপদ। তেমনটাই জানাচ্ছে কাস্টমস বিভাগ।
2
11
বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪.৫৬ কোটি টাকা মূল্যের ১৪ কেজি সোনার বার নিয়ে যাওয়ার সময় পুলিশের জালে কন্নড় অভিনেত্রী রান্যা রাও। এক বছরে ৩০ বার দুবাইয়ে গিয়েছিলেন তিনি, একই পোশাক পরে।
3
11
আর তারপর থেকেই জোর চর্চা বেশকিছু নিয়ম নিয়ে। তারমধ্যে অন্যতম, দেশের মধ্যে বা বিদেশে বিমানে যাতায়াত করতে গেলে, সর্বোচ্চ কত পরিমাণ সোনা, কত নগদ টাকা একজন সঙ্গে রাখতে পারেন।
4
11
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ১৯৬২ সালের ভারতীয় শুল্ক আইন আমদানি ও রপ্তানি শুল্ক এবং শুল্ক মূল্যায়নের জন্য নির্দেশিকা জারি করে। কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড হল ভারতের শুল্ক, আবগারি এবং পণ্য ও পরিষেবা কর সংক্রান্ত বিষয়গুলি তত্ত্বাবধানকারী সর্বোচ্চ কর্তৃপক্ষ।
5
11
কী বলছে তাদের নিয়ম? এমনিতেই, ভারতে প্রবেশকারী প্রতিটি যাত্রীকে প্রথমে একজন ইমিগ্রেশন অফিসারের থেকে ছাড়পত্র নিয়ে, কনভেয়ার বেল্ট থেকে তাঁর ব্যাগপত্র, নিয়ে কাস্টমস চেকের মধ্য দিয়ে যেতে হয়। এক্ষেত্রে যাত্রীর কাছে দুটি চ্যানেলের যেকোনো একটির মাধ্যমে কাস্টমস ক্লিয়ারেন্স নেওয়ার বিকল্প রয়েছে।
6
11
কোনও শুল্কযোগ্য বা নিষিদ্ধ পণ্য না থাকা যাত্রীদের জন্য গ্রিন চ্যানেল এবং শুল্কযোগ্য বা নিষিদ্ধ পণ্য থাকা যাত্রীদের জন্য রেড চ্যানেল। বৈদেশিক মুদ্রার নোটের মূল্য ৫,০০০ মার্কিন ডলারের বেশি হলে বা মুদ্রা সহ মোট বৈদেশিক মুদ্রা ১০,০০০ মার্কিন ডলারের বেশি হলে তা আগেই জানাতে হবে, তেমনটাই নিয়ম, খবর সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে।
7
11
শুল্কযোগ্য বা নিষিদ্ধ পণ্য নিয়ে গ্রিন চ্যানেল ব্যবহার করলে, সেক্ষেত্রে যাত্রীদের বিচার, জরিমানার সম্মুখীন হতে হবে। নেপাল, ভূটান, মায়ানমার ছাড়া অন্যান্য দেশ থেকে আগত যাত্রীদের জন্য মাথায় রাখতে হবে বেশকিছু নিয়ম।
8
11
ভারতীয় কিংবা অন্য দেশের বাসিন্দা, যাঁরা ভারতে থাকেন তাঁদের ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র ছাড়াও নির্দিষ্ট পরিমাণের নগদ টাকা রাখতে পারবেন। সিগারেট, মদ, তামাক-সহ একাধিক দ্রব্যের ক্ষেত্রে রয়েছে কড়া নিয়ম।
9
11
কোনও ভারতীয়, যিনি এক বছরেরও বেশি সময় ধরে বিদেশে বসবাস করছেন, তিনি পুরুষ হলে, ২০ গ্রাম পর্যন্ত শুল্কমুক্ত গয়না আনতে পারবেন, যার মূল্যসীমা ৫০,০০০ টাকা, মহিলা হলে ৪০ গ্রাম পর্যন্ত সোনা আনতে পারবেন।
10
11
যেকোনও ব্যক্তি ভারতের বাইরের যেকোনও স্থান থেকে কোনও সীমা ছাড়াই ভারতে বৈদেশিক মুদ্রা আনতে পারেন। তবে, কিছু ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা/মুদ্রার ঘোষণাপত্র জমা দিতে হয়।কিন্তু বিদেশ থেকে দেশে কেউ ভারতীয় মুদ্রা আনতে পারবেন না, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।
11
11
তবে যেসব ভারতীয় বিদেশে ঘুরতে যান, তাঁরা ফেরার সময় ২৫ হাজার পর্যন্ত নগদ নিয়ে আসতে পারেন।