দিওয়ালির আগে বড় ঘোষণা সুপ্রিম কোর্টের। বুধবার শীর্ষ আদালতের তরফে ঘোষণা করা হল, চলতি বছরে দিওয়ালি উপলক্ষে দিল্লিতে গ্রিন ক্র্যাকার বা সুবজ বাজি পোড়ানো যাবে। দিওয়ালির এক সপ্তাহ আগেই এই অনুমতি দিল সুপ্রিম কোর্ট।
2
7
দিওয়ালিতে দিল্লি - এনসিআর এলাকায় পরিবেশবান্ধব বাজি, বা গ্রিন বাজি পোড়ানোর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছিল। বুধবার সেই আবেদনে সাড়া দিয়ে অনুমতি দিল শীর্ষ আদালত।
3
7
সুপ্রিম কোর্টের তরফে আরও জানানো হয়েছে, ১৮ অক্টোবর থেকে দিল্লিতে পরিবেশ বান্ধব বাজি বিক্রি করা এবং তা পোড়ানো যাবে। তবে একই সঙ্গে বাজি পোড়ানোর সময়সীমার ক্ষেত্রে শর্ত চাপিয়েছে শীর্ষ আদালত।
4
7
প্রধান বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ সবুজ বাজি পোড়ানোর নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১৮ থেকে ২১ অক্টোবরের মধ্যে সবুজ বাজি বিক্রি ও পোড়ানো যাবে। তবে পোড়ানোর আগে সময়সীমা মানতে হবে।
5
7
দিল্লিতে ১৮ থেকে ২১ অক্টোবরের মধ্যে সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সবুজ বাজি পোড়ানোয় অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। এই চারদিন শুধুমাত্র কিউআর কোড-সহ সবুজ বাজি বিক্রি করা যাবে।
6
7
দিওয়ালির আবহে দিল্লিতে দূষণ রোধে পুলিশ নিয়মিত নজরদারি চালাবে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে বাজি বিক্রি ও পোড়ানো হচ্ছে কি না, তাও দেখা হবে প্রতিটি এলাকায়। কোনও ই-কমার্স সাইটে সবুজ বাজি বিক্রি করা যাবে না।
7
7
বর্ষা বিদায় নিতেই দিল্লির বাতাসের গুণগত মান উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই দিল্লির বাতাসের গুণগত মান বা একিউআই 'খারাপ' পর্যায়ে রয়েছে। ২০০ ছাড়িয়ে যেতে পারে দিওয়ালির আগেই। প্রতিবছর দিওয়ালির আগে ও পরে দিল্লির দূষণ পরিস্থিতি উদ্বেগজনক মাত্রায় পৌঁছে যায়।