আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। বড়পর্দায় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'। এই ছবির গান 'সে চলে গেলেও' মুক্তি পেল সদ্যই। সেখানেই দেখা গেল এই ছবিতে বিভিন্ন চরিত্রে ধরা দেবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। জানেন সেগুলো কী কী?
2
7
'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে বিনোদিনী দাসী ওরফে নটী বিনোদিনীর ভূমিকায় ধরা দেবেন টলিউডের লেডি সুপারস্টার। গল্পে মূলত উঠে আসবে বিনোদিনীর করা চৈতন্যলীলার কথা। কিন্তু একই সঙ্গে কিছু দৃশ্যে ফুটে উঠবে নাট্য সম্রাজ্ঞীর করে যাওয়া কিছু চরিত্রের প্রসঙ্গও। ফলে এই ছবিতে চৈতন্য ছাড়াও নানা রূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
3
7
এই বিভিন্ন লুকের অন্যতম হল লেডি ম্যাকবেথ। দুই হাতে রক্ত মেখে মঞ্চে বসে থাকতে দেখা গিয়েছে নায়িকাকে। পরনে সাদা শার্ট এবং হলুদ ড্রেস।
4
7
সীতার পাতাল প্রবেশের ঝলকও দেখা যাবে এই ছবিতে। সীতার বেশে সেজে উঠতে অভিনেত্রী পরেছেন লাল পাড় হলুদ শাড়ি। গলায় রুদ্রাক্ষের মালা।
5
7
দময়ন্তীর চরিত্রেও দেখা যাবে নায়িকাকে। তাঁর সেই বেশও প্রকাশ্যে এসেছে।
6
7
প্রসঙ্গত, 'সে চলে গেলেও' গানটিতে অভিনেত্রীর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। প্রশংসায় ভরেছে কমেন্ট বক্স। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। চৈতন্যদেব এবং ৩টি সময়কালকে ছবিতে তুলে ধরেছেন পরিচালক।
7
7
এদিন এই চরিত্র এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয়ের বিষয়ে প্রযোজক রানা সরকার লেখেন, 'সে চলে গেলেও থেকে যাবে- বিনোদিনী দাসী ও শুভশ্রী গাঙ্গুলি। ঠাকুর রামকৃষ্ণর আশীর্বাদধন্য বিনোদিনী দাসী সারা জীবনে অভিনয় করেছেন শুধু শ্রীচৈতন্যের চরিত্রে নয়, কখনো সীতা, কখনো দময়ন্তী কখনো লেডি ম্যাকবেথ । আরো কত চরিত্র মঞ্চে ফুটিয়ে তুলেছিলেন নাট্যচার্য্য গিরিশ ঘোষের সুযোগ্যা শিষ্যা নটি বিনোদিনী। প্রভু জগন্নাথের আশীর্বাদ ধন্য, আমার বোন, শুভশ্রী গাঙ্গুলি চরিত্রায়ন করলো বিনোদিনী দাসীর করা সবকয়টি চরিত্রের, এখন সিনেমাচার্য্য সৃজিত মুখার্জির সুযোগ্য বাধ্য ছাত্রী হয়ে... লহ গৌরাঙ্গের নাম রে - আমাদের স্বপ্নের সিনেমা, আমরা চেষ্টা করছি পাঁচশো বছরের ইতিহাসকে এক মহামানবের জীবনকে পর্দায় ধরে রাখতে। বিনোদিনীর চরিত্রে শুভশ্রীর বিভিন্ন look দেওয়া হলো, আজকে রিলিজ হওয়া কবীর সুমনের গানের ভিডিওতেও এই রূপে আপনারা শুভশ্রীকে দেখতে পাবেন।' (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)