ডেটিং অ্যাপে প্রতারণার ফাঁদ বাড়ছে শহরে! কলকাতায় বড়সড় চক্রের হদিস পেল পুলিশ

img

ডেটিং অ্যাপের মাধ্যমে সম্পর্ক গড়ে প্রতারণার ঘটনা ক্রমেই বাড়ছে। কলকাতার মিন্টো পার্ক এলাকায় এবার এমনই এক চক্রের হদিস পেল পুলিশ। অনলাইন যোগাযোগের মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করে অর্থ হাতানোর কৌশলই ছিল তাদের মূল অস্ত্র।

img

গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। মিন্টো পার্ক এলাকায় পরিচালিত সেই অভিযানে ধরা পড়ে ১৭ জন। ধৃতদের মধ্যে ১৬ জন মহিলা এবং ১ জন পুরুষ রয়েছেন।

img

একাধিক ব্যক্তি প্রতারণার শিকার হয়ে থানায় অভিযোগ জানানোর পর তদন্ত শুরু হয়। পুলিশ দেখতে পায়, এক ডেটিং অ্যাপ ব্যবহার করে অভিযুক্তরা পরিচয় গড়ে প্রলোভন দেখিয়ে টাকা আদায় করত। তদন্তে ধীরে ধীরে ফাঁস হয় পুরো চক্রের কার্যপদ্ধতি।

img

প্রথমে বন্ধুত্ব, পরে ব্যক্তিগত সম্পর্কের প্রতিশ্রুতি— এইভাবে অভিযুক্তরা ভরসা অর্জন করত। এরপর নানা অজুহাতে টাকা দাবি করে অর্থ আত্মসাৎ করত। কারও ক্ষেত্রে ‘জরুরি চিকিৎসা’, কারও ক্ষেত্রে ‘উপহার পাঠানোর খরচ’— ছিল এমন নানা ছক।

img

অভিযানের সময় পুলিশ উদ্ধার করেছে একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন, রেজিস্টার, স্ক্রিপ্ট ও ব্যাঙ্ক নথি। এইসব সামগ্রী ব্যবহার করে ভুয়ো পরিচয় তৈরি ও লেনদেনের নথি রক্ষণ করা হত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আরও বড় চক্র এই ঘটনার সঙ্গে যুক্ত।

img

পুলিশ জানিয়েছে, ধৃতদের বুধবার আদালতে পেশ করা হবে। পাশাপাশি প্রতারণা চক্রের বাকি সদস্যদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে। আধিকারিকদের মতে, এই ধরনের অনলাইন প্রতারণা এখন আরও সংগঠিত ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে।

img

কলকাতা পুলিশ সাধারণ নাগরিকদের অনুরোধ করেছে, সন্দেহজনক অনলাইন যোগাযোগে সতর্ক থাকতে। অপরিচিত কারও অনুরোধে অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। দ্রুত প্রতিক্রিয়া ও পুলিশের সহায়তা চাইলে বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব।