এই দেশগুলিতে ভারতীয়দের চাহিদা বাড়ছে, খুলছে কর্মসংস্থানের নতুন দিক

img

ভারতীয় দক্ষ কর্মীদের জন্য বিদেশে নতুন দিগন্ত খুলছে। চারটি দেশ— জার্মানি, জাপান, ফিনল্যান্ড ও তাইওয়ান— সক্রিয়ভাবে ভারতীয় কর্মী নিয়োগ করছে এবং সেখানে গড় বেতন ভারতের তুলনায় তিন থেকে চার গুণ বেশি।

img

জার্মানি বর্তমানে ভারতীয় পেশাজীবীদের সবচেয়ে বড় গন্তব্য হিসেবে উঠে এসেছে। দেশটিতে স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি ও নির্মাণ খাতে ব্যাপক জনবল সংকট তৈরি হয়েছে। সেই কারণে জার্মান সরকার এখন প্রতি বছর প্রায় ৯০,০০০ ভারতীয় কর্মীকে কাজের ভিসা দিতে চায়, যা আগের ২০,০০০-এর তুলনায় বিশাল বৃদ্ধি।

img

জাপানও ভারতীয় কর্মীদের জন্য দ্বার খুলে দিয়েছে। সম্প্রতি দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে, যার মাধ্যমে আগামী পাঁচ বছরে ৫ লাখ ভারতীয় কর্মী জাপানে কাজের সুযোগ পাবেন। দেশটি মূলত আইটি পেশাজীবীদের লক্ষ্য করছে— ভবিষ্যতে জাপানের মোট আইটি কর্মীদের প্রায় ২০% হতে পারে ভারতীয়। জাপানে আইটি ও ইঞ্জিনিয়ারদের বার্ষিক গড় বেতন প্রায় ৪০ লক্ষ টাকা হবে।

img

শুধু প্রযুক্তি নয়, জাপানে নার্সদের জন্যও সুযোগ বাড়ছে— মাসে ৩ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন সম্ভব, যা ভারতীয় স্বাস্থ্যকর্মীদের জন্য বড় প্রাপ্তি।

img

ফিনল্যান্ডও এখন ভারতীয় দক্ষ পেশাজীবীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে। দেশটি ঘোষণা করেছে, যেসব প্রার্থী মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন এবং ফিনিশ বা সুইডিশ ভাষায় পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে। গত দশকে ফিনল্যান্ডে ভারতীয়দের সংখ্যা ৩৫০% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, দেশটি ইইউ ব্লু কার্ড প্রদান করছে— যাতে স্বাস্থ্য, আইটি ও ইঞ্জিনিয়ারিং পেশার ভারতীয়দের ইউরোপে দীর্ঘমেয়াদি কাজ ও বসবাস সহজ হয়।

img

অন্যদিকে, তাইওয়ান ভারতের সঙ্গে উৎপাদন খাতে সহযোগিতা বাড়াতে চায়। দেশটি বিশেষভাবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির শ্রমিকদের প্রতি আগ্রহ দেখাচ্ছে, কারণ সংস্কৃতিগত মিল থাকায় তাদের দ্রুত মানিয়ে নেওয়া সহজ হবে। তাইওয়ান উত্তর-পূর্ব ভারতের শ্রমিকদের অগ্রাধিকার দিচ্ছে কারণ সাংস্কৃতিকভাবে তারা ঘনিষ্ঠ।

img

যদিও বিদেশে জীবনযাত্রার খরচ বেশি, সঞ্চয়ের সুযোগ তবুও অনেক বেশি। জীবনযাত্রার খরচ ভারতে তুলনায় চারগুণ হলেও, আপনি যদি একই শতাংশ সঞ্চয় করেন, জাপানে আপনার প্রকৃত সঞ্চয় ভারতের তুলনায় তিনগুণ হতে পারে।

img

বিদেশি চাকরির সংযোগ তৈরি করতে উদ্যোক্তাদের জন্যও রয়েছে বিশাল সম্ভাবনা। যদি বিদেশি ভাষা শিখতে চান, জার্মান বা জাপানি শেখাই সবচেয়ে লাভজনক, কারণ এই দুই দেশে দক্ষ ভারতীয়দের জন্য প্রচুর সুযোগ তৈরি হচ্ছে।

img

বিশ্ব অর্থনীতি যখন ভারতীয় প্রতিভার জন্য দরজা খুলে দিচ্ছে, তখন এই সময়টাই হতে পারে ভারতের দক্ষ পেশাজীবীদের বিদেশে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুবর্ণ সুযোগ।