ফের দাম বাড়ল সোনার, কলকাতায় কত হল জেনে নিন এখনই

img

সোনা মানেই সকলের কাছে সুখের খবর। প্রতিদিন সোনার দাম ওঠানামা করে। সেই হিসেব করে সোনার দাম দেখে কিনে নিতে পারেন।

img

শনিবার ২৪ ক্যারাট ১ গ্রাম সোনার দাম ১১ হাজার ৪৮৮ টাকা। বেড়েছে ৪৪ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৯১ হাজার ৯০৪ টাকা। বেড়েছে ৩৫২ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১ লাখ ১৪ হাজার ৮৮০ টাকা। বেড়েছে ৪৪০ টাকা।

img

শনিবার ২২ ক্যারাট ১ গ্রাম সোনার দাম ১০ হাজার ৫৩০ টাকা। বেড়েছে ৪০ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৮৪ হাজার ২৪০ টাকা। বেড়েছে ৩২০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১ লাখ ৫ হাজার ৩০০ টাকা। বেড়েছে ৪০০ টাকা।

img

শনিবার ১৮ ক্যারাট ১ গ্রাম সোনার দাম ৮ হাজার ৬১৬ টাকা। বেড়েছে ৩৩ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৬৮ হাজার ৯২৮ টাকা। বেড়েছে ২৬৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৮৬ হাজার ১৬০ টাকা। বেড়েছে ৩৩০ টাকা।

img

বৃহস্পতিবার ২২ ক্যারাট সোনার দাম ৮৫ টাকা কমেছিল। ২৪ ক্যারাট সোনার দাম কমেছিল ৯৩ টাকা। সেখান থেকে শুক্রবার ফের একবার সোনার দাম বাড়ল।

img

এখন উৎসবের সিজন। সেখান থেকে দেখতে হলে সোনার দাম ওপরের দিকেই থাকবে। তবে যদি এই হার চলতে থাকে তাহলে দ্রুত সোনার দাম ২ লাখের কাছে যেতে পারে।

img

বর্তমানে প্রতিটি দেশ সোনাকে মজুত করার কাজ করছে। সেখান থেকে তাই সোনার দাম অনেকটা ওপরের দিকে উঠেছে।

img

এই পরিস্থিতি এখন সহজে ঠিক হবে না। এখানে সোনার দাম তাই একেবারে হিসেব করেই কিনতে হবে। তবে সোনা সর্বদাই সকলের কাছে প্রিয় একটি হলুদ ধাতু।