অ্যাক্সিস ব্যাঙ্ক ডিজিটাল লেনদেনে গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। ইন্টারনেট ব্যাঙ্কিং ও ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের বাড়তি ব্যবহার যেমন আরামদায়ক হয়েছে, তেমনি অনলাইন প্রতারণা নিয়ে উদ্বেগও বেড়েছে।
2
9
ফিশিং, ম্যালওয়্যার আক্রমণ এবং অ্যাকাউন্ট হ্যাকিংয়ের মতো ঘটনা অনেক সঞ্চয়কারীর মধ্যে দুশ্চিন্তা তৈরি করেছে। এই ঝুঁকি মোকাবিলায়, অ্যাক্সিস ব্যাঙ্ক গ্রাহকদের মেয়াদী আমানত (FD) ডিজিটাল চ্যানেলের মাধ্যমে অননুমোদিত লেনদেন থেকে রক্ষা করার জন্য একটি নিরাপত্তা-কেন্দ্রিক ফিচার চালু করেছে— ‘Lock FD’।
3
9
‘Lock FD’ ফিচার কী? এই ফিচারটি চালু করলে, গ্রাহকের ফিক্সড ডিপোজিট (FD) ডিজিটাল চ্যানেলের মাধ্যমে প্রিম্যাচিউর বা আগাম বন্ধ করা যাবে না। শুধুমাত্র ব্যাঙ্কের শাখায় গিয়ে সরাসরি আবেদন করলেই FD বন্ধ করা সম্ভব হবে।
4
9
কীভাবে এটি কাজ করে: ইন্টারনেট বা মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করে FD বন্ধ করা যাবে না। FD বন্ধ করতে হলে ব্যাঙ্কের যেকোনও শাখায় গিয়ে সরাসরি আবেদন করতে হবে। ব্যাঙ্ক কর্মীরা গ্রাহকের পরিচয় যাচাই ও অন্যান্য ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন।
5
9
এর ফলে কী উপকার হবে? যদি কোনও প্রতারক গ্রাহকের ডিজিটাল লগইন তথ্য পেয়ে যায়, তবুও সে FD বন্ধ করে টাকা তুলতে পারবে না। ডিজিটাল প্রযুক্তিতে অভিজ্ঞ না এমন গ্রাহকরাও অধিক সুরক্ষিত থাকবেন। শাখায় পরিচয় যাচাইয়ের মাধ্যমে ডিজিটাল সুরক্ষার পাশাপাশি একটি মানবিক স্তরের নিরাপত্তাও যুক্ত হবে।
6
9
কীভাবে ‘Lock FD’ চালু করবেন? অ্যাক্সিস ব্যাঙ্ক মোবাইল অ্যাপের মাধ্যমে: লগইন করুন। FD-এর বিস্তারিত যান। ‘Lock FD’ চালু করুন। কাছের যেকোনও শাখায় গিয়ে ব্যাঙ্কের প্রতিনিধির সাহায্যে ‘Lock FD’ চালু করুন।
7
9
অতিরিক্ত নিরাপত্তা: ইন-অ্যাপ মোবাইল OTP অ্যাক্সিস ব্যাঙ্ক আরও একটি সুরক্ষা ফিচার চালু করেছে – ইন-অ্যাপ মোবাইল OTP। এটি OTP হাইজ্যাক বা ইন্টারসেপ্ট প্রতিরোধ করে। ডিজিটাল লেনদেনের প্রমাণীকরণ আরও শক্তিশালী করে। গ্রাহকদের অনলাইন ব্যাঙ্কিং নিরাপত্তা বৃদ্ধি করে।
8
9
ফিক্সড ডিপোজিটে সুদের হার (৩ কোটির নিচে): সাধারণ নাগরিকদের জন্য: ৩% – ৬.৬%। সিনিয়র সিটিজেনদের জন্য: ৩.৫% – ৭.১০%
9
9
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য যাচাই করে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।