কখনও ধনসম্পত্তি, কখনও নগদ টাকা, কখনও দামি গাড়ি, কখনও আবার বিলাসবহুল জীবনযাপনের জন্য ধনী ব্যক্তিরা খবরের শিরোনামে জায়গা করে নেন। কিন্তু সম্প্রতি এক ব্যক্তি তাঁর অদ্ভুত দাবি ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
2
7
কী দাবি তাঁর? ৬৫ বছরের বৃদ্ধ আরনোন রডথংয়ের দাবি, তাঁর ছেলের প্রেমিকাকে চড়, থাপ্পড় মারতে পারবেন, তাঁকে পুরস্কৃত করবেন। ভারতীয় মুদ্রায় প্রায় এক লক্ষ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছেন।
3
7
কোথায় ঘটেছে এই ঘটনা? জানা গেছে, ৬৫ বছরের ওই বৃদ্ধ থাইল্যান্ডের বাসিন্দা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি পোস্ট করে লেখেন, তাঁর ছেলের প্রেমিকাকে চড় মারতে হবে। একবার নয়, যিনি দশবার চড় মারতে পারবেন, তাঁকে পুরস্কৃত করা হবে।
4
7
ছেলের প্রেমিকাকে চড় মারার জন্য কত টাকা পুরস্কার দেবেন তিনি? বৃদ্ধের ঘোষণা অনুযায়ী, ভারতীয় মুদ্রায় ৮১ হাজার টাকা পুরস্কার পাওয়া যাবে দশবার চড় মারার জন্য। তবে কাজটি সেরে ফেলার পর প্রমাণ দিতে হবে বাড়িতে এসে। আরনোন চুমফোন প্রদেশের বাসিন্দা। তিনি জানিয়েছেন, ল্যাং সুয়ান জেলায় ছেলের প্রেমিকাকে দশবার চড় মারলেই ৮১ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। চড় মারার কাজ সেরে ফেলার পর, তাঁর কাছে প্রমাণ দিয়ে পুরস্কার নেওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।
5
7
আরনোন আরও জানিয়েছেন, তরুণীকে চড় মারার জন্য যদি কোনও আইনি ঝামেলায় জড়িয়ে পড়েন কেউ, সেই জটিলতা কাটাতেও আর্থিকভাবে সাহায্য করবেন তিনি। তাঁর ছেলে চাই প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙা পর্যন্ত এই পুরস্কার দেওয়া হবে।
6
7
কিন্তু কেন এই ঘোষণা? আরনোন জানিয়েছেন, সম্প্রতি স্ত্রী, সন্তানকে ছেড়ে প্রেমিকার সঙ্গে থাকতে শুরু করেছেন চাই। কাজের সূত্রে ওই তরুণীর সঙ্গে ছেলের ঘনিষ্ঠতা বাড়ে। ক্রমেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জন্যেই চাই পরিবারের থেকে দূরে থাকেন।
7
7
আরনোন জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই তাঁর সমস্ত সম্পত্তি নাতনির নামে লিখে দিয়েছেন। থাইল্যান্ডের আইন অনুযায়ী, চড় মারার মতো হেনস্থা করলে কারও জেল হেফাজত পর্যন্ত হতে পারে। তিনি এই শাস্তিও মাথা পেতে নিতে পারেন। তিনি চান, তাঁর পুত্রবধূ এই প্রতারণার হাত থেকে রক্ষা পান।