এতদিন চর্চা ছিল কর্ণাটকের কুরশিতে কে বসবেন? সিদ্দারামাইয়া কি সরে দাঁড়াবেন সমঝোতা নিয়ম মেনে, না সরে দাঁড়ালে কতটা বহিঃপ্রকাশ পাবে শিবকুমারের ক্ষোভ?
2
7
বেশ কয়েকদিনের টালবাহানা, মাঝে কংগ্রেস হাই কম্যান্ডের হস্তক্ষেপ। অন্যদিকে আবার দফায় দফায় ব্রেকফাস্টে দেখা করছেন আলোচনার কেন্দ্রে থাকা দুই নেতাই।
3
7
তাঁদের কী কথা হচ্ছে সেদিকে যেমন নজর, তেমনই নজর পাতে থাকা নাটি চিকেনের দিকেও। এসবের মাঝেই আবার জোর চর্চা ঘড়ি নিয়ে।
4
7
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার হাতে যে ঘড়ি ঝকঝক করে, নজর কাড়ে, সেই ঘড়ি কোন ব্র্যান্ডের? দামই বা কত?
5
7
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার দু'জনেই কারটিয়ার ঘড়ি পড়েছিলেন।
6
7
তথ্য, সিদ্দারামাইয়ার হাতে শোভা পাচ্ছিল যে ঘড়ি, তা হল রোজ গোল্ড রঙের সান্তোস ডি মডেলের ঘড়ি। দাম ৪৩ লক্ষ ২০ হাজার টাকা।
7
7
সিদ্দারামাইয়ার ঘড়ি ১৮ ক্যারাট রোজ গোল্ডের। ঘড়িতে কারটিয়ারের ক্যালিবার ১৮৪৭ এমসি থাকে। ডায়ালটি রূপালী সাদা রঙের, গাঢ় কালো রোমান সংখ্যা, একটি রেলওয়ে-শৈলীর মিনিট ট্র্যাকে সাজানো।