শুক্র–মঙ্গলের মহাযোগ! কোন ৪ রাশিতে ধনবর্ষা, জীবনে আসবে রাজসিক ঐশ্বর্য
নিজস্ব সংবাদদাতা
৩ ডিসেম্বর ২০২৫ ১৫ : ৫৬
শেয়ার করুন
1
5
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সুখ, ঐশ্বর্য ও প্রেমের কারক গ্রহ শুক্র এবং শক্তি, সাহস ও জমির কারক গ্রহ মঙ্গল আগামী ৪ ডিসেম্বর, বুধবার সকাল ৮টা ৩৪ মিনিট থেকে এক শক্তিশালী যোগে অবস্থান করতে চলেছে। শুক্র ও মঙ্গল ১৮ ডিগ্রি কোণে অবস্থান করে তৈরি করবে ‘অষ্টাদশ যোগ’। এই যোগের ফলে চারটি রাশির জাতকরা অর্থ ও কর্ম-সংক্রান্ত বিশেষ লাভ পেতে পারেন। জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জন্য এই শুভযোগ ফলদায়ক হবে।
2
5
মেষ রাশির জাতকদের জন্য অষ্টাদশ যোগ অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতি মিলতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যক্তিত্বের উন্নতি হবে। ব্যবসায় লাভ এবং প্রেম-সম্পর্কে গভীরতা আসতে পারে। পরিবারে সুখের পরিবেশ বজায় থাকবে এবং মানসিক শান্তি লাভ হবে।
3
5
বৃষ রাশির জাতকদের জন্য এই যোগ বিশেষভাবে লাভজনক। শারীরিক শক্তি ও উদ্যম বাড়বে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। প্রেম-সম্পর্কে উন্নতি হবে। কর্মজীবনে সফলতার পথ খুলে যাবে। ভবিষ্যতের জন্য তৈরি করা পরিকল্পনা বাস্তবায়নের এটি উপযুক্ত সময়। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।
4
5
তুলা রাশির জাতকদের জন্য শুক্র–মঙ্গলের এই যোগ অত্যন্ত শুভ। পরিশ্রমের পূর্ণফল পাওয়া যাবে। বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও কাজের দক্ষতা বাড়বে। চাকরিতে পদোন্নতি বা প্রশংসা লাভের সম্ভাবনা রয়েছে। শারীরিক সক্ষমতা বৃদ্ধি পেতে পারে। পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
5
5
মকর রাশির জাতকদের জন্য সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। আত্মবিশ্বাস উল্লেখযোগ্যভাবে বাড়বে। নতুন কাজ বা কোনও নতুন উদ্যোগ শুরু করার জন্য দিনটি বিশেষ অনুকূল। কর্মজীবনে সাফল্যের শিখরে ওঠার সম্ভাবনা প্রবল। বড় দায়িত্ব পেলে তা নতুন অভিজ্ঞতা এবং উন্নতির পথ খুলে দেবে। সামাজিক মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি আয়ের সম্ভাবনা বাড়বে, যা আর্থিক স্থিতিশীলতা উন্নত করতে সহায়ক হবে।