ফের অসুস্থ দীপিকা, তড়িঘড়ি ভর্তি হন হাসপাতালে! কান্নায় ভেঙে পড়ে কী জানালেন শোয়েব ইব্রাহিম?
নিজস্ব সংবাদদাতা
৩ জানুয়ারি ২০২৬ ২১ : ৫৩
শেয়ার করুন
1
6
বিনোদন জগতের জনপ্রিয় মুখ দীপিকা কক্করকে নিয়ে দুঃসংবাদ। গত কয়েকদিন ধরেই তাঁর শরীর ভাল যাচ্ছিল না, তবে হঠাৎ করে শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। স্ত্রীর এই সংকটজনক পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারলেন না স্বামী শোয়েব ইব্রাহিম। ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়লেন তিনি।
2
6
দীপিকা কক্কর এবং শোয়েব ইব্রাহিম আজকাল পর্দায় খুব একটা নিয়মিত না হলেও ইউটিউব ভ্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। সম্প্রতি শোয়েব তাঁর নতুন একটি ভ্লগে তাঁদের ব্যক্তিগত জীবনের বেশ কিছু দিক তুলে ধরেছেন। সেই ভিডিওতে দীপিকাকে নিজের হাতে 'গাজরের হালুয়া' তৈরি করতে দেখা গেলেও তাঁকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল, যা তিনি নিজেও স্বীকার করেছেন।
3
6
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, দীপিকা জানান যে গত ৩১ ডিসেম্বর তিনি কোকিলাবেন হাসপাতালে গিয়েছিলেন। বছরের শেষ দিন হওয়ায় হাসপাতালটি প্রচণ্ড ভিড়ে ঠাসা ছিল এবং করিডোরে দাঁড়ানোর জায়গাও ছিল না। সেখানে দীপিকা এমন একটি চেয়ারে গিয়ে বসেন, যা তাঁকে এক মুহূর্তের জন্য অতীতে ফিরিয়ে নিয়ে যায়। দীপিকা আবেগপ্রবণ হয়ে জানান, এটি সেই একই চেয়ার যেখানে বসে তিনি জীবনে প্রথমবার নিজের ক্যান্সারের খবরটি শুনেছিলেন।
4
6
দীপিকা জানান, সেই চেয়ারে বসে তিনি একটি ছবি তুলে শোয়েবকে পাঠান এবং তাঁকে মনে করিয়ে দেন যে, এটি সেই জায়গা যেখানে তিনি প্রথম অসুস্থতার খবর পেয়েছিলেন। তবে শোয়েব তাঁকে অনুরোধ করেন সেই পুরনো খারাপ দিনগুলোর কথা মনে না করতে। দীপিকা অবশ্য ইতিবাচক ছিলেন এবং শোয়েবকেও নেতিবাচক চিন্তা করতে বারণ করেন।
5
6
কথাপ্রসঙ্গে শোয়েব জানান, কেউ একজন তাঁকে জিজ্ঞেস করেছিলেন ২০২৫ সাল তাঁকে কী শিখিয়েছে। জবাবে শোয়েব বলেন, এই বছরটি তাঁকে শিখিয়েছে যে মানুষ সব কিছু সহ্য করার ক্ষমতা রাখে। তবে তিনি মন থেকে চান না যে কাউকে এমন কষ্টের মধ্য দিয়ে যেতে হোক। দীপিকার কঠিন সময়ের কথা মনে করে শোয়েব আবেগপ্রবণ হয়ে পড়েন। চোখে জল আসে তাঁর।
6
6
তিনি জানান, সেই সংকটের সময় দীপিকা তাঁর কেরিয়ার, ঘরবাড়ি এবং নিজের যত্ন—সবকিছু থেকেই সরে গিয়েছিলেন। দীপিকা এর উত্তরে যোগ করেন যে, প্রতিটি মানুষের জীবনেই কোনও না কোনও সমস্যা লেগেই থাকে। কিন্তু সেই কঠিন সময়ে যদি ভালবাসার মানুষগুলো পাশে থাকে, তবে তার চেয়ে বড় কোনও শক্তি আর হতে পারে না।