মেয়েদের ওড়না ধরে টানছে ছেলে! পর্দায় শক্তি কাপুরের 'অসভ্যতা' দেখে এ কী করেছিলেন অভিনেতার বাবা-মা?
নিজস্ব সংবাদদাতা
৩ জানুয়ারি ২০২৬ ২৩ : ০৮
শেয়ার করুন
1
5
বলিউডের পর্দায় ভিলেন বা কমেডিয়ান হিসেবে শক্তি কাপুরের জনপ্রিয়তা আকাশচুম্বী। কিন্তু এই খ্যাতির পিছনে রয়েছে এক যন্ত্রণাদায়ক অতীত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের শুরুর দিকের এক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা ভাগ করেছেন অভিনেতা। তিনি জানান, বড়পর্দায় তাঁর অভিনীত একটি দৃশ্য দেখে এতটাই লজ্জিত হয়েছিলেন তাঁর বাবা-মা যে, মাঝপথেই সিনেমা হল ছেড়ে বেরিয়ে যান তাঁরা।
2
5
ঘটনাটি ছিল শক্তি কাপুরের কেরিয়ারের শুরুর দিকের একটি ছবির। পর্দায় দেখা যাচ্ছিল, তিনি এক মহিলার ওড়না ধরে টানছেন এবং শ্লীলতাহানির চেষ্টা করছেন। ছেলের এই ‘নেতিবাচক’ অবতার মেনে নিতে পারেননি তাঁর রক্ষণশীল বাবা-মা।
3
5
বাবা-মায়ের প্রতিক্রিয়ার কথা মনে করে শক্তি কাপুর এক সাক্ষাৎকারে বলেছিলেন, "আমার বাবা সঙ্গে সঙ্গে মাকে থিয়েটার থেকে উঠে চলে যেতে বলেছিলেন। তিনি বলেছিলেন, 'ও আগে বাইরে এসব (মারপিট) করত, আর এখন বড় পর্দায়ও সেই একই কাজ করছে। দেখো ও কী করছে! আমি এই সিনেমা দেখতে চাই না।' এরপর তাঁরা আমাকে ফোন করে খুব বকাঝকা করেছিলেন। তাঁরা বলেছিলেন— এসব কেমন চরিত্রে অভিনয় করছ তুমি? আর কাদের সঙ্গেই বা এসব করছ?"
4
5
বর্ষীয়ান অভিনেতা আরও বলেন, "তাঁরা চেয়েছিলেন আমি যেন কোনও ভাল মানুষের চরিত্রে অভিনয় করি এবং হেমা মালিনী বা জিনাত আমানের মতো অভিনেত্রীদের সঙ্গে কাজ করি। তাঁরা আমাকে বলতেন, তুমি কেন গুন্ডার চরিত্রে অভিনয় করছ?"
5
5
অনেক স্ট্রাগলের পর তখন সবেমাত্র সাফল্যের মুখ দেখতে শুরু করেছেন শক্তি কাপুর। তাই বাবা-মায়ের এই পরামর্শে কান দিতে চাননি তিনি। তিনি তাঁদের সোজাসুজি বলেছিলেন, "তোমরা আমাকে জন্ম দিয়েছ, আর এই চেহারাটাও তোমরাই দিয়েছ। আমার এই চেহারা দেখে কেউ আমাকে ভাল মানুষ বা হিরোর চরিত্রে অভিনয় করতে দেয় না। তাই এভাবেই কাজ করে এগিয়ে যাব।"