মৌমাছিদের মন এবং অনুভূতি নিয়ে বিজ্ঞানীরা সম্প্রতি অনেক নতুন তথ্য জানতে পেরেছেন। যদিও মানুষের মতো 'অভিমান' তাদের আছে কিনা তা বলা কঠিন, তবে তাদের মধ্যে যে আবেগের মতো অনুভূতি কাজ করে, তা গবেষণায় দেখা গিয়েছে। মৌমাছিদের মন সম্পর্কে পাঁচটি অবাক করা তথ্য নিচে দেওয়া হলো।
2
6
১) ওরাও হতাশ হয়: মৌমাছিরা ভয় পেলে বা মানসিক চাপে থাকলে হতাশ হয়ে পড়ে। বিজ্ঞানীরা দেখেছেন, চাপে থাকা মৌমাছিরা ভালো কিছুর বদলে খারাপটাই বেশি আশা করে। আবার, হঠাৎ কোনও পুরস্কার (যেমন মিষ্টি রস) পেলে তারা খুব খুশি হয় এবং আশাবাদী হয়ে ওঠে।
3
6
২) ভয়ঙ্কর স্মৃতির প্রভাব: মানুষ যেমন কোনও বড় আঘাত বা ভয়ঙ্কর ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত থাকে (যাকে পিটিএসডি বলা হয়), মৌমাছিদের মধ্যেও একই রকম লক্ষণ দেখা যায়। অর্থাৎ, খারাপ স্মৃতি তাদের মনে গভীর ছাপ ফেলে।
4
6
৩) সবার স্বভাব এক নয়: সব মৌমাছি একরকম হয় না। যদিও তারা দলবদ্ধভাবে কাজ করে, প্রত্যেক মৌমাছির নিজস্ব একটা স্বভাব বা 'ব্যক্তিত্ব' থাকে। একই পরিস্থিতিতে কোনও মৌমাছি হয়তো বেশি ঝুঁকি নেয়, আবার অন্য কেউ খুব সতর্কভাবে কাজ করে।
5
6
৪) মুখ চেনা ও স্বপ্ন দেখা: মৌমাছিদের স্মৃতিশক্তি খুব প্রখর। তারা মানুষের মুখ চিনে মনে রাখতে পারে। এমনকী কিছু বিজ্ঞানী মনে করেন, মৌমাছিরা যখন ঘুমায়, তখন তারা পুরনো কথা মনে করে এবং হয়তো স্বপ্নও দেখে।
6
6
৫) ছোট মাথায় অনেক বুদ্ধি: মৌমাছির মাথা খুব ছোট হলেও তাদের বুদ্ধি অনেক। তারা অন্যকে দেখে কাজ শিখতে পারে। শুধু তাই নয়, পাশাপাশি গুণতেও পারে। এই সব ক্ষমতা প্রমাণ করে যে, মৌমাছিদের ভেতরের জগতটা আমরা যা ভাবি, তার চেয়েও অনেক বেশি জটিল।