বলিউডে এখন 'সাইয়ারা'র দাপট! এই ছবির বক্স অফিসে সাফল্য দেখে পিছু হটছে একের পর এক ছবি। এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন অহন পাণ্ডে ও অনিত পাড্ডা। ছবির পাশাপাশি এই জুটিকেও দর্শক বিপুল ভালবাসা দিয়েছেন। ছবির সাফল্যের সঙ্গে দর্শকের মুখে এখন একটাই নাম অহন পাণ্ডে।
2
6
অহন, অনন্যা পাণ্ডের কাকার ছেলে। জনপ্রিয় ইনফ্লুয়েন্সার আলানা পাণ্ডের ভাই সে। বলিউডে অভিষেক হওয়ার অনেক আগে থেকেই দিদি আলানার ভ্লগে ধরা দিতেন অহন। তখন তাঁর প্রেম জীবন নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল।
3
6
এই গুঞ্জনের উৎস ছিল অহনের হাতের একটি ট্যাটু। যা দেখে কৌতূহল তৈরি হয়েছিল নেটিজেনদের মনে। জানেন অহন পাণ্ডে তাঁর প্রথম ট্যাটু কাকে উৎসর্গ করেছিলেন? দিদি আলানার ভ্লগে এসে এই বিষয়ে খোলসা করেছিলেন তিনি নিজেই।
4
6
অহন জানিয়েছিলেন, তাঁর প্রথম ট্যাটুটি ছিল দিদিকে উৎসর্গ করা। কারণ হাতে দিদির জন্মসাল ও জন্মদিন লেখা ছিল তাঁর। তাই এখানে কোনও প্রেমের গুঞ্জন নেই, আছে ভাই-বোনের মিষ্টি বন্ধনের কথা। তা তখনই খোলসা করেছিলেন অহন।
5
6
এদিকে, মুক্তির চারদিনের মধ্যেই ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে 'সাইয়ারা'। মোহিত সুরি পরিচালিত, যশরাজ ফিল্মস প্রযোজিত নতুন রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ‘সাইয়ারা’ ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দর্শক মহলে তুমুল উত্তেজনা ছড়িয়েছে 'সাইয়ারা'। বলিউডের ইতিহাসে নতুন অধ্যায় লিখে দিয়েছিল আনকোরা নতুন কোনও জুটি নিয়ে তৈরি ছবি এত বড় সাফল্য এর আগে পায়নি, অন্তত গত ২০ বছরে!
6
6
ছবিতে অহন পাণ্ডের সঙ্গে রোম্যান্স করছেন অনিত পড্ডা। তাঁদের দু'জনের অনস্ক্রিন রসায়ন ভক্তদের মধ্যে রীতিমতো আলোড়ন তুলেছে। দর্শক তাঁদের জুটি পছন্দ করছেন। এই ছবি দেখে প্রশংসায় ভরিয়েছেন বলি তারকারাও।