ভারতীয় মুদ্রার নজিরবিহীন পতন। একদিনে যা সর্বকালের রেকর্ড পতন। শেষমেশ ৯০ টাকা ছুঁয়ে ফেলল ডলার। টাকার দামে এহেন পতনে শোরগোল অর্থনৈতিক মহলে।
2
6
গত সোমবার প্রতি ডলারের নিরিখে ৮৯.৭৩ টাকা ছিল।
গতকাল মঙ্গলবার মার্কিন ডলারের নিরিখে ৮৯.৯৬-এ নেমেছিল টাকা। বুধবার তা একধাক্কায় ৯০.০৫ টাকায় পৌঁছেছে।
3
6
বুধবার সকালেও প্রতি ডলারে ৮৯.৯৬ টাকা ছিল। কিছুক্ষণেই তা ৯০ পেরিয়ে যায়। সিআর ফোরেক্স অ্যাডভাইজারের ম্যানেজিং ডিরেক্টর অমিত পাবারি জানিয়েছেন, বর্তমানে ডলারের নিরিখে ভারতীয় মুদ্রা ৮৮.৯০ থেকে ৯০.২০-এর মধ্যে ওঠানামা করবে।
4
6
টাকার দামে পতনের প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। আজ বুধবার সকালে সেনসেক্স ৩০৮.৯৯ পয়েন্ট নেমে ৮৪,৮২৯.২৮ পয়েন্টে দাঁড়িয়ে আছে। গতকাল বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়ে ছিল ৮৫,১৩৮.২৭ পয়েন্টে।
5
6
অন্যদিকে গতকাল বাজার বন্ধের সময় নিফটি ৫০ ছিল ২৬,০৩২.২০ পয়েন্টে। যা বুধবার ১২২.৩৫ পয়েন্ট নেমে ২৫,৯০৯.৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
6
6
কেবলমাত্র ভারতীয় মুদ্রা, মার্কিন ডলার নয়, পাশাপাশি ফিলিপিন্সের পেশো, ভিয়েতনামের ডং, ইন্দোনেশিয়ার রুপিয়া, বাংলাদেশের মুদ্রার পতন ও হচ্ছে।