মিশন ওয়েস্ট ইন্ডিজ কমপ্লিট। এবার লক্ষ্য অস্ট্রেলিয়া সফর। আর এই সিরিজের মূল আকর্ষণই রোহিত শর্মা, বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষে শুভমান গিল এবার মুখ খুললেন দুই তারকাকে নিয়ে।
2
7
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত ওডিআই সিরিজের আগে দলের সিনিয়র দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে এক প্রশান্ত বার্তা দিলেন ভারতের নতুন অধিনায়ক।
3
7
দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর গিল বলেন, ‘রোহিত ভাই ও বিরাট ভাই যা এত বছর ধরে করে আসছেন, সেটাই করতে হবে। তাঁদের উপস্থিতিই আমাদের আত্মবিশ্বাস বাড়ায়।’
4
7
প্রায় ছ’মাস বিরতির পর এই সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন দুই কিংবদন্তি। সর্বশেষ তাঁরা খেলেছিলেন চলতি বছরের আইপিএলে। টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়ে শুধু ওডিআই খেলছেন তাঁরা।
5
7
তাঁদের ফিটনেস এবং ছন্দ নিয়ে সন্দেহ থাকলেও, গিলের মতে বিরাট এবং রোহিতকে নিয়ে কোনও চাপই নেই। তাঁর দাবি, বিরাট এবং রোহিত ইতিমধ্যেই দেশের হয়ে খেলে অনেক কিছু দিয়েছেন।
6
7
তিনি বলেন, ‘ওরা দু’জন এমন খেলোয়াড়, যারা ভারতকে ম্যাচ জিতিয়েছেন। গত ১০-১৫ বছর ধরে তাঁরা দেশের জন্য খেলছেন। তাঁদের অভিজ্ঞতা এমন কিছু, যা প্রত্যেক অধিনায়ক ও দলের প্রয়োজন। ওদেরকে ওদের মতো ছেড়ে দিতে হবে। আমরা চাই তাঁরা মাঠে নেমে আগের মতোই তাঁদের জাদু দেখান।’
7
7
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিল্লি টেস্টের পঞ্চম দিনে ভারতের সাত উইকেটের জয় নিশ্চিত করার পর স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে গিল এই মন্তব্য করেন। বোঝাই যাচ্ছে অস্ট্রেলিয়া সফরের আগে রোহিত ও কোহলির প্রত্যাবর্তন ঘিরে উন্মাদনা তুঙ্গে।