বিপুল কর্মী নিয়োগ করতে চলেছে Chatgpt, বেতন প্রায় ৫ কোটি!
নিজস্ব সংবাদদাতা
৩১ ডিসেম্বর ২০২৫ ১৫ : ১৯
শেয়ার করুন
1
6
কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়তে থাকা ঝুঁকি মোকাবিলায় OpenAI নতুন করে “হেড অফ প্রিপেয়ার্ডনেস” পদে কর্মী নিয়োগ করতে চলেছে, যার বার্ষিক বেতন ৫ লক্ষ ৫৫ হাজার ডলারের বেশি, সঙ্গে ইকুইটির সুবিধাও থাকবে। ছবি: প্রতীকী
2
6
OpenAI-র সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন, এই পদটির মূল দায়িত্ব হবে এআই–এর সঙ্গে যুক্ত ক্ষতি কমানো, বিশেষ করে ব্যবহারকারীর মানসিক স্বাস্থ্য, সাইবার সুরক্ষা ও অপব্যবহারের ঝুঁকি নিয়ন্ত্রণ করা। ছবি: প্রতীকী
3
6
সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের প্রথম ১১ মাসেই অন্তত ৪১৮টি বৃহৎ সংস্থা এআই সংক্রান্ত মানমহানির ঝুঁকির কথা উল্লেখ করেছে, যা আগের বছরের তুলনায় ৪৬ শতাংশ বেশি। ছবি: প্রতীকী
4
6
অল্টম্যান স্বীকার করেছেন, এআই মডেলগুলি দ্রুত উন্নত হলেও সেগুলি এখন গুরুতর চ্যালেঞ্জ তৈরি করছে, বিশেষত সাইবার আক্রমণ-সহ অন্যান্য নিরাপত্তা নিয়ে। ছবি: প্রতীকী
5
6
OpenAI অতীতে নিরাপত্তা অগ্রাধিকার নিয়ে সমালোচনার মুখে পড়েছে, এমনকি সংস্থার একাধিক প্রাক্তন শীর্ষ গবেষক বাণিজ্যিক স্বার্থকে নিরাপত্তার ঊর্ধ্বে রাখার অভিযোগে প্রতিষ্ঠান ছেড়ে চলে যান। ছবি: প্রতীকী
6
6
চলতি বছরে ChatGPT–এর সঙ্গে কথোপকথনের পর মানসিক বিপর্যয় ও আত্মহানির অভিযোগে একাধিক মামলা হয়েছে, যার প্রেক্ষিতে OpenAI মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সংবেদনশীল কথোপকথনে প্রতিক্রিয়া উন্নত করা এবং গবেষণায় অর্থ বরাদ্দের মতো পদক্ষেপ নিয়েছে। ছবি: প্রতীকী