যদি প্রতিদিন ধরে বিনিয়োগ করার মানসিকতা থাকে তাহলে সেখান থেকে আপনাকে দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করতে হবে। তবে মাসে সামান্য বিনিয়োগ করলেই আপনি হতে পারেন লাখপতি।
2
9
এসআইপি হল আপনার কাছে সেরা অস্ত্র। এখানে প্রতি মাসে যদি সামান্য টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে লাখপতি হওয়ার শুধু সময়ের অপেক্ষা।
3
9
প্রথমে আপনাকে ৭০ লাখ টাকার টার্গেট করপাস করতে হবে। সেখানে মাসে বিনিয়োগ করতে হবে ৩ হাজার টাকা। বছরে সুদ পাবেন ১২ শতাংশ করে।
4
9
যদি ৭০ লাখ টাকা পেতে চান তাহলে সেখানে আপনাকে মোট ২৮ বছর ধরে বিনিয়োগ করতে হবে। প্রতি মাসেই আপনাকে ৩ হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে।
5
9
মাসে যদি ৩ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে ১০ বছরে আপনার টাকা হবে ৩ লাখ ৬০ হাজার টাকা। ক্যাপিটাল গেন হবে ৩ লাখ ১২ হাজার ১০৮ টাকা। করপাস হবে ৬ লাখ ৭২ হাজার ১০৮ টাকা।
6
9
মাসে যদি ৩ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে ২০ বছরে আপনার টাকা হবে ৭ লাখ ২০ হাজার টাকা। ক্যাপিটাল গেন হবে ২০ লাখ ৩৯ হাজার ৫৭২ টাকা। করপাস হবে ২৭ লাখ ৫৯ হাজার ৫৭২ টাকা।
7
9
মাসে যদি ৩ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে ২৫ বছরে আপনার টাকা হবে ৯ লাখ টাকা। ক্যাপিটাল গেন হবে ৪২ লাখ ৬ হাজার ৬২০ টাকা। করপাস হবে ৫১ লাখ ৬ হাজার ৬২০ টাকা।
8
9
মাসে যদি ৩ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে ২৮ বছরে আপনার টাকা হবে ১০ লাখ ৮ হাজার টাকা। ক্যাপিটাল গেন হবে ৬২ লাখ ৯৫ হাজার ৬৭১ টাকা। করপাস হবে ৭৩ লাখ ৩ হাজার ৬৭১ টাকা।
9
9
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।