সবচেয়ে আলোচিত দম্পতি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা দীপাবলির আগের দিন অর্থাৎ ১৯ অক্টোবর, তাঁদের পুত্রসন্তানের আগমনের খবর ভাগ করে নেন ইনস্টাগ্রামে। ভালবাসায় ভরা বার্তায় লিখেছিলেন— “শেষমেশ তিনি এলেন!”
2
5
আরও এক জনপ্রিয় বলি দম্পতি কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা। চলতি বছরের ১৫ জুলাই তাঁদের কন্যাসন্তানকে নিজেদের পরিবারে স্বাগত জানিয়েছেন। বিয়ের পর থেকেই প্রচারের আড়ালেই থাকছেন এই জুটি, কিন্তু এবার তাঁদের সংসারে খুশির হাওয়া বইছে পুরোদমে।
3
5
অথিয়া শেঠি ও কেএল রাহুল, ক্রিকেট আর বলিউডের নিখুঁত মেলবন্ধন এই দম্পতির ঘরে ২৪ মার্চ জন্ম নেয় তাঁদের কন্যা ইভারাহ । নতুন বাবা-মা হিসেবে তাঁদের উচ্ছ্বাসও স্পষ্ট সোশ্যাল মিডিয়ায়।
4
5
অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ ও তাঁর পার্টনার মাইকেল ডোলান দ্বিতীয়বারের মতো বাবা-মা হয়েছেন। ১৯ জুন, তাঁদের ঘরে এসেছে পুত্রসন্তান কিয়ানু রাফ ডোলান।
5
5
আর ‘কভি খুশি কভি গম’-এর ছোট ‘পু’, অর্থাৎ মালভিকা রাজ গত আগস্টে নতুন মা হওয়ার খুশিতে উজ্জ্বল। ২৩ আগস্ট, স্বামী প্রণব বাগ্গার সঙ্গে কন্যাসন্তানের জন্মের সুখবর শেয়ার করেন তিনি।