রাজ পরিবার। শব্দবন্ধ শুনলেই একে একে মনে আসে ধনদৌলতের বিপুল ভাণ্ডার। রাজাদের প্রাসাদ কেমন হত? তার নিদর্শন রয়েছে দেশে-বিদেশে। কোনও কোনও প্রাসাদে এখনও বাস তাঁদের।
2
8
রাজ-প্রথা ভেঙে পড়েছে এই দেশে। বেশিরভাগ দেশেই এখন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় সরকার। তবে রয়ে গিয়েছে রাজ পরিবারও।
3
8
যদিও এখন সম্পত্তি, ধন দৌলতের কথা উঠলেই এখন রাজ পরিবারের আগে উঠে আসে শিল্পপতিদের নাম। তালিকায় ইলন মাস্ক, মুকেশ আম্বানি, মার্ক জুকারবার্গ কে নেই।
4
8
এসবের মাঝেই জানা গিয়েছে, বিশ্বের সবচেয়ে ধনী রাজ পরিবারের কথা। অবাক করা সম্পত্তির পরিমাণ তাঁদের। ঝুলিতে রয়েছে সোনায় মোড়া গাড়ি, বোয়িং-৭৪৭। এবং আশ্চর্যজনকভাবে এই রাজপরিবার ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ভারত বা নেপালের নয়।তথ্যও, ওই রাজ পরিবার সৌদি আরবের।
5
8
ওই পরিবার সৌদি আরবের শাসক রাজবংশ।তথ্য, ওই পরিবারের আনুমানিক মোট সম্পদের পরিমাণ ১.১ ট্রিলিয়ন পাউন্ড। এর অর্থ হল, এই বিশাল সম্পদ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের - ইলন মাস্ক (৩১৩ বিলিয়ন পাউন্ড বা ৩৯৬ বিলিয়ন পাউন্ড) এবং জেফ বেজোস (১৯০ বিলিয়ন পাউন্ড বা ২৪০ বিলিয়ন পাউন্ড) - এর সম্মিলিত সম্পদকে ছাড়িয়ে গেছে।
6
8
কিন্তু এই বিপুল সম্পদের উৎস কী? জানা গিয়েছে, সৌদি রাজপরিবারের বিশাল সম্পদ দেশটির বিশাল তেলের ভাণ্ডার থেকে আসে।
7
8
রাজপরিবারের সদস্য সংখ্যা প্রায় ১৫,০০০, যদিও সম্পদের সিংহভাগই প্রায় ২০০০ নিকটাত্মীয়ের মধ্যে কেন্দ্রীভূত। পরিবারের বর্তমান প্রধান এবং ক্ষমতাসীন রাজা বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ২০১৫ সালের শুরু থেকে সিংহাসনে অধিষ্ঠিত।
8
8
সৌদি আরবের রাজতন্ত্র বিশ্বের প্রাচীনতম এবং সবচেয়ে বিশিষ্ট রাজতন্ত্রগুলির মধ্যে একটি, যার ইতিহাস ১৮ শতকের।