এমনিতে, তিনি বহু বছর ধরেই ফর্মে নেই। পাকিস্তান টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন। টেস্ট দলে ফিরলেও রান পাননি। তার মধ্যেই এক নতুন নজির গড়ে বসলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম।
2
6
বিরাট কোহলি আর বাবর আজমের মধ্যে কে সেরা তা নিয়েই বহুদিন ধরেই তুলনা হয়ে আসছে। তবে এবার কিন্তু বিরাট কোহলি এবং শুভমান গিলকে টেক্কা দিলেন পাক ব্যাটার।
3
6
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে অষ্টম ক্রিকেটার হিসাবে ৩০০০ রান করার রেকর্ড এল তাঁর দখলে। প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে এই মাইলস্টোন ছুঁয়েছেন তিনি।
4
6
পরিসংখ্যান বলছে, এশিয়ার মধ্যে বাবর ছাড়া এই রেকর্ড কারোর নেই। এমনকি, শুভমান গিল, বিরাট কোহলিও ছুঁতে পারেননি বাবরকে। কোহলি টেস্ট ছেড়ে দেওয়ার কারণে তাঁর থেকে এগিয়েই থাকলেন বাবর।
5
6
তালিকায় প্রাক্তন পাক অধিনায়কের পরে রয়েছেন টিম ইন্ডিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক শুভমান গিল। তিনি করেছেন ২৮২৬ রান। বিরাট কোহলি করেছেন ২৭১৭ রান।
6
6
২৭১৬ রান করে তালিকায় কোহলির পরে রয়েছেন হিটম্যান রোহিত শর্মা। অন্যদিকে, ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের ঝুলিতে রয়েছে ২৭৩১ রান।