নানা মুনির নানা মতের মতোই। নানা জায়গা, নিয়ম নানা। কোথাও নিয়ম সুন্দর, মনোমুদ্ধকর। কোনও কোনও জায়গার নিয়ম শুনলে চমকে উঠবেন। ঠান্ডা স্রোত বয়ে যাবে শিরদাঁড়া দিয়ে।
2
8
তেমনই এই ভয় জাগানো নিয়ম রয়েছে ইথিওপিয়ার ওমো উপত্যকার মুরসি উপজাতিদের। অনেকেই বলেন, এটা বিশ্বেরে সবথেকে নিষ্ঠুর নিয়ম।
3
8
তথ্য, দক্ষিণ ইথিওপিয়ার ওই অঞ্চলে বসবাসকারীরা কঠোরভাবে নিজেদের নিয়ম কানুন মেনে চলেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই দৃঢ়ভাবে বাইরের লোকজনকে এড়িয়ে চলেন।
4
8
কোন কঠোর নিয়ম রয়েছে তাঁদের? মুরসিরা মেয়েদের বয়ঃসন্ধিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে। মেয়েদের নীচের ঠোঁট কেটে ফেলা হয়। সেখানে বসিয়ে দেওয়া হয় মাটির এক পাত্র।
5
8
প্রথমের দিকে ছোট ছোট মাটির পাত্র বসানো হয়। ধীরে ধীরে বড় হয় পাত্রের আকার। তথ্য, কেউ কেউ ১২ সেন্টিমিটার পর্যন্ত পাত্র ব্যবহার করেন।
6
8
বহু বহু যুগ আগে প্রচলিত নিয়ম এখনও চালু রয়েছে বলে তথ্য।
7
8
জানা যায়, এই উপজাতির মোট জনসংখ্যা হবে হাজার দশেক। তাঁরা মূলত কৃষিকাজের মাধ্যমে জীবন যাপন করেন।
8
8
তাছাড়া গবাদি পশু পালন অন্যতম জীবীকা নির্বাহের মাধ্যম।