২০২৫ সালের ডিসেম্বর মাস জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এই মাসেই গঠিত হচ্ছে শক্তিশালী মঙ্গল-আদিত্য যোগ, যা সূর্য ও মঙ্গলের একত্র অবস্থানকে নির্দেশ করে।
2
10
বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও একাধিক গ্রহের সংযোগে গুরুত্বপূর্ণ যোগ তৈরি হয়। যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে। যেমন শীঘ্রই মঙ্গল ও সূর্যের সংযোগে মঙ্গল-আদিত্য যোগ তৈরি হবে। যা চার রাশির জীবনে ইতিবাচক বদল নিয়ে আসবে।
3
10
জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে সাহস, শক্তি এবং বীরত্বের কারক গ্রহ বলা হয়। কোষ্ঠীতে মঙ্গল অর্থাৎ সেনাপতি গ্রহ শক্তিশালী হলে ভাগ্য সবসময় পাশে থাকে। আর মঙ্গলের অবস্থান যদি শুভ হয়, তাহলে জীবনে উন্নতির পথ প্রশস্ত হয়।
4
10
অন্যদিকে, নয়টি গ্রহের মধ্যে সূর্যদেব বছরে ১২ বার রাশি পরিবর্তন করেন। প্রতিটি রাশিতে মোটামুটি এক মাস অবস্থান করে সূর্য। সেই হিসেবে ১২ রাশি চক্র একবার প্রদক্ষিণ করে আসতে সূর্যের ১২ মাস সময় লাগে।
5
10
আগামীকাল ৭ ডিসেম্বর রাতে মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করবে। ২০২৬ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত সেখানে থাকবে গ্রহের সেনাপতি। এরই মধ্যে আগামী ১৬ ডিসেম্বর সূর্যও একই রাশিতে গমন করবে। ধনু রাশিতে সূর্য ও মঙ্গলের দ্বারা মঙ্গল-আদিত্য গঠিত হবে। এই শক্তিশালী সংযোগটি আগামী বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
6
10
২০২৫ সালের শেষ কয়েক সপ্তাহ জুড়ে মঙ্গল-আদিত্য যোগের প্রভাব থাকবে। জ্যোতিষীদের মতে, এই যোগ চার রাশির জীবনে সুদিন নিয়ে আসবে। তালিকায় আপনি আছেন? জেনে নিন-
7
10
মিথুনঃ আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কেরিয়ারেও উন্নতির সুযোগ পাবেন। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। প্রেমজীবনে সুখ থাকবে। বিনিয়োগের টাকা বহুগুণে লাভে ফেরত পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
8
10
তুলাঃ মঙ্গল-আদিত্য যোগ তুলা রাশির জন্য লাভজনক হবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পাবেন। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। দাম্পত্যে সমস্যা মিটবে। জমি সংক্রান্ত মামলায় লাভ পেতে পারেন। সন্তানের বিদেশ যাত্রার যোগ রয়েছে।
9
10
ধনুঃ মঙ্গল-সূর্যের আর্শীবাদে ধনু রাশির ভাগ্যের চাকা ঘুরবে। যে কোনও কাজে উন্নতির পথ প্রশস্ত হবে৷ কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে বড় চুক্তি করতে পারেন। স্ত্রীর সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
10
10
কুম্ভঃ দুই গ্রহের অবস্থান কুম্ভ রাশির জীবনে বড় প্রভাব ফেলবে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হতে পারেন। সমাজে সম্মান বাড়বে। নতুন কোনও ব্যবসা শুরুর যোগ রয়েছে। চাকরিতে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন৷ সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটবে।