৪ ডিসেম্বর বছরের শেষ পূর্ণিমা। শুধু তাই নয়, এই পূর্ণিমা মার্গশীর্ষ পূর্ণিমা, যেদিন একত্রে পূজিত হন বিষ্ণু এবং দেবী লক্ষ্মী। আর এই বিশেষ তিথি পড়েছে লক্ষ্মীবারেই। ফলে এর জেরে একাধিক রাশির জাতকেরা লাভবান হতে চলেছেন।
2
6
মার্গশীর্ষ পূর্ণিমাকে মোক্ষদায়িনী পূর্ণিমাও বলা হয়ে থাকে। মোক্ষ দান করে এই পূর্ণিমা। আজকের দিনে একাধিক রাশির সৌভাগ্য ফিরবে, কেরিয়ারে উন্নতি হবে। তালিকায় কোন ৪ রাশি রয়েছে জেনে নিন।
3
6
মেষ: বিপুল অর্থলাভের সুযোগ রয়েছে এই রাশির জাতকদের। দেবী লক্ষ্মীর কৃপায় উপচে পড়বে ধনসম্পদ। ব্যবসা করলে শ্রীবৃদ্ধি ঘটবে। সামাজিক ক্ষেত্রে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চাকরি করলে পদোন্নতি বা বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে।
4
6
তুলা: দেবী লক্ষ্মীর কৃপায় আচমকাই ধনসম্পদ লাভের যোগ রয়েছে। পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। বহুদিন ধরে যে কাজ আটকে রয়েছে সেটা এই সময়ই সফল হবে।
5
6
কর্কট: কোনও পরীক্ষা দিয়ে থাকলে তার ফলাফল আপনার অনুকূলে যাবে। হঠাৎ কোনও সুসংবাদ পেতে পারেন। নতুন কোনও অফার পেতে পারেন কর্মক্ষেত্রে।
6
6
মিথুন: যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা এই সময় নতুন চাকরি পাবেন। যাঁরা চাকরি বদলের কথা ভাবছেন, তাঁদেরও ইচ্ছে পূরণ হবে। ব্যবসা শুরু করতে চাইলে এই সময়টা আপনাদের জন্য অনুকূল। ভাগ্য আপনার সহায় থাকবে এই সময়।