জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহদের সংযোগে গুরুত্বপূর্ণ যোগ গঠন হয়, যার শুভ-অশুভ প্রভাব পড়ে ১২টি রাশির উপর। যেমন শীঘ্রই লক্ষ্মী নারায়ণ যোগে চার রাশির জীবনে বদল আসতে চলেছে।
2
9
জ্যোতিষশাস্ত্রে বুধ ও শুক্র উভয়কেই অত্যন্ত শক্তিশালী গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এই দুই গ্রহ স্থান পরিবর্তন করলে প্রতিটি রাশির জীবনে কম-বেশি প্রভাব পড়ে।
3
9
বুধকে বুদ্ধিমত্তা ও সম্পদের গ্রহ বলা হয়। অন্যদিকে, শুক্রকে সম্পদ, সমৃদ্ধি এবং বৈষয়িক সুখের গ্রহ বিবেচনা করা হয়। এই দুইয়ের মিলনে তৈরি লক্ষ্মী নারায়ণ রাজযোগ ৪ রাশির জীবনে উন্নতির পথ খুলে দেবে, রাতারাতি রয়েছে অর্থলাভের সুযোগ।
4
9
বুধ বর্তমানে বৃশ্চিক রাশিতে অবস্থিত, যেখানে মঙ্গল এবং সূর্যও রয়েছে। আগামী ২৩ নভেম্বর গ্রহের রাজকুমার বুধ তুলা রাশিতে প্রবেশ করবে, যেখানে নিজ রাশিতে অবস্থান করছে শুক্র। তুলা রাশিতে বুধ ও শুক্রের এই সংযোগে লক্ষ্মী নারায়ণ যোগ গঠিত হবে।
5
9
লক্ষ্মী নারায়ণ যোগে কিছু রাশির ভাগ্য সহায় হবে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
6
9
বৃষ: লক্ষ্মী নারায়ণ যোগ বৃষ রাশির জন্য খুবই ফলপ্রসূ হতে চলেছে। কর্মজীবনে সাফল্য আসতে পারে। সহকর্মীদের কাছ থেকে প্রশংসা পাবেন। পরিবারে কোনও মতবিরোধ হলে তার অবসান হবে।
7
9
মিথুন: বুধ-শুক্রের চালে আর্থিক অবস্থার উন্নতি হবে। দীর্ঘদিনের আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা সাফল্যের মুখ দেখবেন।
8
9
কন্যা: বুধ-শুক্রের এই মিলন কন্যা রাশির জন্য লাভজনক হবে। সন্তানের থেকে কোনও সুসংবাদ পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনে আনন্দ থাকবে।
9
9
তুলা: লক্ষ্মী নারায়ণ যোগ তুলা রাশির সৌভাগ্যের দরজা খুলে দেবে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন।নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিনিয়োগের জন্য শুভ সময়। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ হতে পারে।