লা নিনার প্রভাবে বড় বদল ঘটবে ভারতের আবহাওয়াতে। প্রশান্ত মহাসাগর যেভাবে নিজের চরিত্র বদলাচ্ছে সেখানে ভারতীয়রা নতুন সমস্যার সামনে পড়তে পারেন।
2
10
চলতি বছরে কেমন থাকবে ভারতের আবহাওয়া। মার্কিন আবহাওয়া সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে প্রশান্ত মহাসাগরে এখনও শীতের পরিবেশ রয়েছে। এটা ভারতের পক্ষে মঙ্গলজনক হতে পারে।
3
10
সেখান থেকে দেখতে ভারতে বর্ষা এগিয়ে আসতে পারে। তবে যদি সেটা না হয়ে থাকে তাহলে ভারতের খরার সম্ভাবনা অনেক বেশি থাকবে।
4
10
আবহবিদদের পক্ষ থেকে এখনই কোনও ভবিষ্যৎবাণী না করা হলেও মনে করা হচ্ছে চলতি বছরে বিভিন্ন ঋতুগুলি খানিকটা হলেও নিজের অবস্থান থেকে সরে যাবে। সেখানে গরমের সময় যে হারে গরম পড়বে তাতে দেশের বিভিন্ন স্থানে খরার পরিস্থিতি তৈরি হবে।
5
10
অন্যদিকে যদি বর্ষা সময়ের আগে চলে আসে তাহলে সেখান থেকেও যে হারে অতিবৃষ্টি হবে তার ফলেও বিরাট প্রভাবিত হবে আবহাওয়া। যদি এই কথা সত্যি হয়ে থাকে তাহলে ১২ বছরে এই ধরণের ঘটনা প্রথমবার হবে।
6
10
এল নিনো হোক বা লা নিনা যাই হোক না কেন পরিবেশকে নিয়ে এরা দুজনেই ছেলেখেলা করেছে। পাশাপাশি দোসর হয়ে দাঁড়িয়েছে বিশ্ব উষ্ণায়ন। ফলে নির্ধারিত সময়ের আগে বৃষ্টি হবে।
7
10
যদি সেটা না হয়ে থাকে তাহলে ভারতের মতো দেশে খরা নেমে আসবে। জলের স্তর এতটাই নেমে যাবে যে জলের হাহাকার দেখা যাবে।
8
10
আগামী কয়েক মাসে প্রশান্ত মহাসাগরের পরিবেশে বদল হবে না। তাই সময় বেশি নেই। তারপরই নিজের খেলা দেখাতে শুরু করবে না নিনা।
9
10
পরিবেশের উপর তার যে প্রভাব পড়বে তাতে বিরাট সমস্যায় পড়বেন ভারতীয়রা। যদি এই পরিবেশ বজায় থাকে তাহলে সেখান থেকে ভারতের কৃষিতে বিরাট প্রভাব পড়বে।
10
10
চলতি বছরে গরম হোক বা বর্ষা দুই জায়গায় যে বিশ্ব উষ্ণায়ন এবং লা নিনার প্রভাব বেশি করে ধরা পড়বে সেকথা বলা যায়। বেশি বৃষ্টিতে নাজেহাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবারে।